ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

`মিস্টার বিন` সড়ক দুর্ঘটনায় আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১

লন্ডন: `মিস্টার বিন` নামে বিশ্বজুড়ে পরিচিত জনপ্রিয় কমিক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে এখন হাসপাতালে। ক্যাম্ব্রিজশায়ারের হ্যাডনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে ।



রোয়ানের ম্যাকলারেন এফ-১ গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পার্শ্ববর্তী ল্যাম্পপোস্টে আঘাত করলে গাড়িতে আগুন লেগে যায়। পরে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

তবে এ দুর্ঘটনায় রোয়ান অ্যাটকিনসনের গুরুতর কোনো চোট লাগেনি। তার কাঁধে সামান্য চোট লেগেছে।

ক্যাম্ব্রিজশায়ার অগ্নি এবং উদ্ধার সার্ভিস মুখপাত্র বলেন, ‘অগ্নি নির্বাপক বাহিনী সোয়া আটটার মধ্যেই আগুন নিবিয়ে ফেলে। ’

পূর্ব ইংল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, পিটারবার্গ এলাকা থেকে একজনকে উদ্ধার করে সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাঁধে সামান্য চোট ছিল।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।