ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বানানো হলো না ‘কাগজের ফুল’

রবাব রসাঁ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ তার নতুন ছবি ‘কাগজের ফুল’ নির্মাণের জন্য প্রি-প্রোডাকশন পর্যায়ের কিছু কাজ চূড়ান্ত করতে মানিকগঞ্জের শুটিং স্পটে যাচ্ছিলেন। পথেই ঘটে যায় এই হৃদয়-বিদারক ঘটনাটি।



ঢাকার বাইরে কোথাও ছবি প্রদর্শনীর কাজে গেলে তারেক ভাই ছোট্ট করে একটা এসএমএস পাঠিয়ে দিতেন। কিন্তু যাওয়া হয়নি বিভিন্ন কারণে। শেষে একবার ফোন করে বললেন, ‘এবার আর ঢাকার বাইরে যাচ্ছি না। যাব গাজীপুর। দেখ, সময় করে নাও। ছবি নিয়ে অনেক কথা বলা যাবে। ’

সেবারও যাওয়া হল না। থাক সে কথা। প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের সঙ্গে তার বিভিন্ন ছবি নিয়ে কথা হয়েছিল বিভিন্ন সময়। তবে তার সেই কথাটি অনেকদিন ধরেই কানে বাজছে, ‘আমার সব ছবিই তৈরি হচ্ছে এই একটি ছবি বানানোর জন্য’।

মুখে কিছু না বলে চোখ দুটি একটু বড় করে তাকালাম তারেক ভাইয়ের দিকে। উনিও তাকিয়ে থাকলেন আমার দিকে। মুখে কিছু বললেন না। এবার নীরবতা ভেঙ্গে প্রশ্ন করলাম ‘স্বপ্নের ছবি?’

‘হ্যাঁ, কতবার কত জায়গায় বলেছি। তুমি শোনোনি?’ তারেক ভাইয়ের প্রশ্ন শুনে মনের ভেতর ডুব দিলাম। ‘নাহ, আমার মিস হয়েছে। ’ তারেক ভাই বললেন, ‘এতদিন পর পর দেখা হলে তো মিস হবেই’।

‘কাগজের ফুল’। তারেক ভাইয়ের সেই স্বপ্নের ছবি। এ নিয়ে কথা হল অল্প। বাববার বলছিলেন, ‘সময় বের কর, তখন ডিটেইল বলব’। সবিনয়ে বললাম, ‘সেই বিস্তারিত শোনার জন্য না হয় অপেক্ষা করলাম, কিন্তু এখন একটু ছোট করে শুনতে চাই। ’

তিনি বললেন, ‘আমার সব ছবি তৈরির পেছনে একটাই উদ্দেশ্য; তা হলো এই ছবিটি তৈরি করা। আমার সব ছবিই তৈরি হচ্ছে এই একটি ছবি বানানোর জন্য। ’

‘অনেকদিন ধরে নীবরে-সরবে কাজ করছি। সুযোগ পেলেই শ্যুটিং স্পট দেখতে যাই। কিছু নোট নিই। কাজের ফাঁকে ভাবি...। ’

তারেক ভাইকে একটু থামিয়ে দিয়ে ছোট প্রশ্ন করলাম, ‘এর বিষয়বস্তু কি?’

তিনিও সংক্ষেপে উত্তর দিয়ে বললেন, ‘১৯৪৭। ’

e-mail: [email protected]

বাংলাদেশ স্থানীয় সময় ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।