ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কিং খানের সঙ্গে অভিনয় করার কথা ভেবে আতঙ্কিত ক্যাটরিনা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বলিউডের হার্টথ্রুব হিরোইন ক্যাটরিণা কাঈফ স্বীকার করে নিলেন, পুরোনোদের চেয়ে নতুন প্রজন্মের নায়কদের সঙ্গে কাজ করতে তিনি বেশি স্বাচ্ছ্যন্দ পান। তাই বলে পুরোনো নায়কদের সঙ্গে অভিনয় করতে ভালো লাগে না, তা অবশ্য বলেন নি।

পুরোনো কিংবা সিনিয়র নায়কদের সঙ্গে অভিনয়ে ক্যাটরিণা খানিকটা ঘাবড়ে যান। আর তাইতো কিং খানের বিপরীতে অভিনয়ের ব্যাপারে ক্যাটরিনা খানিকটা আতঙ্কিত। ক্যাটরিণা এবং শাহরুখকে খুব শিগগিরই একটি রোমান্টিক ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এটিই হবে শাহরুখের সঙ্গে ক্যাটরিনার প্রথম কাজের অভিজ্ঞতা, যা ক্যাটরিনার জন্যে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কিং খানের বিপরীতে অভিনয় করার আগে নিজের মনের অনুভূতির কথা জানিয়ে ক্যাটরিনা বলেন, ‘বলিউডে অনেকদিন ধরে কাজ করলেও শাহরুখের সঙ্গে ‘হাই’ ‘হ্যালো’ ছাড়া তেমন কোন কথা হয়নি। তবে আমি তার অভিনয়ের ভক্ত। ইয়াশ চোপড়া পরিচালিত নতুন একটি রোমান্টিক ছবিতে জুটি বেঁধে শাহরুখের সঙ্গে প্রথমবার অভিনয় করতে যাচ্ছি আমি। জানি না তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন হবে! তবে আমি শুনেছি শাহরুখ তার নায়িকাদের সাথে খুব সহজেই মিশতে পারেন এবং ভালো কাজের জন্যে তার নায়িকাকে যথেষ্ট সহায়তাও করেন’।

বলিউডের সমসাময়িক বেশ কজন নায়িকা বিভিন্ন সময় বলেছেন, তারা নাকি কিং খান অভিনীত ছবি দেখেই বড় হয়ে উঠেছেন। এ বিষয়ে ক্যাটরিনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মজা করে বলেন, ‘আমি তার অভিনীত ছবি দেখে বড় হয় নি এবং আমি আশা করি তিনিও আমাকে বড় হতে দেখেন নি। ’

ক্যাটরিনা কাইফ তার ক্যারিয়ারের শুরুতেই সিনিয়র অভিনেতা সালমান খান এবং অক্ষয় কুমারের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তাদের সঙ্গে করা ‘ম্যায়নে পেয়ার কিউ কেয়া’, ‘নমস্তে লন্ডন’, সিং ইজ কিং’ প্রভৃতি সুপারহিট ছবিই ক্যাটরিনাকে বলিউডে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। এরপর ক্যাটরিনাকে দেখা যায় তরুণ হিরো রণবীর কাপুরের বিপরীতে জুটি বেঁধে ‘আজব প্রেম কি গজব কাহিনী’ এবং ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করতে। ছবি দুটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাওয়ার পাশাপাশি এই জুটি বেশ  জনপ্রিয়তাও পায়। সম্প্রতি ইয়াশ রাজ পরিচালিত ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে ক্যাটরিণা  অভিনয় করেছেন ইমরান খানের বিপরীতে। মুক্তি অপেক্ষায় থাকা এ ছবির কাজ দারুণ উপভোগ করেছেন বলে ক্যাটরিনা জানিয়েছেন।

অভিনয়ের ক্ষেত্রে তরুণ নায়কদেরকেই প্রাধান্য দেওয়ার ইচ্ছের কথা জানিয়ে ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘আমার চেয়ে বয়সে ২০ বছরের বড় নায়কদের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা সর্ম্পূণ ভিন্ন। অনেক কিছু সমীহ করেই তাদের সঙ্গে কাজ করতে হয়। যা নিজের কাছেও কিছুটা অস্বস্তিকর। অন্যদিকে নিজের চেয়ে দুই কিংবা তিন বছর বড় নায়কদের সঙ্গে অভিনয় করলে কাজকে উপলব্ধি করা যায়। অনেক সহজভাবে কাজ করা যায়। শুটিংয়ের সময় সেটে খুব মজাও হয়। যেমন,  ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিটির শুটিংয়ের সেটে ইমরান এসে মজা করে আমাকে এসে একটা লাথি মারলো। আমিও তাকে পাল্টা লাথি দিয়ে দিলাম। আমরা কি করছি তা নিয়ে কারো কোন মাথাব্যথা থাকে না। বাচপানা বা ছেলেমানুষী বলে সবাই বিষয়টিকে সহজভাবেই নেয়। এভাবেই শুটিংয়ের প্রতিটি মুহূর্তে খুব মজা করা যায়। কিন্তু সিনিয়র কারো সঙ্গে এ ধরণের সহজ ব্যবহার করলে লোকজন আমাকে জানে মেরে ফেলবে’।

বাংলাদেশ সময় ১৭১৫, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।