ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চার বছর পর ব্ল্যাক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় একটি ব্যান্ড হলো ব্ল্যাক। রক ঘরনার এই ব্যান্ডটি নিয়মিত কনসার্টে অংশ নিলেও অনেকদিন ধরে অডিও সেক্টরে রয়েছে অনুপস্থিত।

প্রায় বছর দুয়েক আগে ব্ল্যাক নতুন একটি অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু অ্যালবামের কাজ শেষ হলেও আসি আসি করে সেটি আলোর মুখ দেখে নি। অবশেষে এই ঈদে রিলিজ পাচ্ছে ব্যান্ডের সেলফ টাইটেলড অ্যালবাম ‘ব্ল্যাক’।

প্রায় চার বছর আগে রিলিজ পেয়েছিল ব্ল্যাক-এর সর্বশেষ অ্যালবাম ‘আবার’। ওই অ্যালবামের টাইটেল গান সহ বেশ কিছু গানই রক গানের শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তাও পায়। এটি ব্ল্যাক ব্যান্ডের তৃতীয় একক অ্যালবাম। জি-সিরিজের ব্যানারে প্রকাশ পাচ্ছে অ্যালবামটি।

ব্ল্যাকের এবারের সেলফ টাইটেলড অ্যালবামের গানগুলোতে থাকছে বেশ কিছু চমক। অ্যালবামের প্রায় সব গানই থাকছে রক ঘরানার। মোট ১১টি গান দিয়ে সাজানো হয়েছে  অ্যালবামটি। যার মধ্যে ৪টি গান লিখেছেন ব্যান্ডটির দলনেতা ও ভোকাল জন। আর বাকি গানগুলো লিখেছেন ইমন। ব্ল্যাক ব্যান্ডের সদস্যদের অংশগ্রহণেই সংগীতায়োজন করা হয়েছে গানগুলোর। অ্যালবামটির গানগুলোর মধ্যে রয়েছে- হাত বাড়াও, আত্মকেন্দ্রিক, নীলাগিরি, পেপার রেডিও টিভি এবং আমার পৃথিবী (লাইভ ভারসন)। অ্যালবামের এক একটি গান করা হয়েছে এক এক থিম নিয়ে।

ব্ল্যাকের আগের একটি জনপ্রিয় গান হলো ‘আমার পৃথিবী’। ভক্ত-শ্রোতাদের অনুরোধ এবং অ্যালবামে ভিন্নমাত্রা যোগ করার জন্যই  এই গানটির একটি লাইভ ভারসন রাখা হয়েছে অ্যালবামে। সরাসরি লাইভ থেকে অ্যালবামে স্থান পেয়েছে গানটি।

ব্যান্ডের দলনেতা জন জানালেন, শ্রোতাদের ঈদের সারপ্রাইজ দেওয়ার জন্যই হঠাৎ করে অ্যালবামটি রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোজার শেষ সপ্তাহে এটি বাজারে আসবে।

বাংলাদেশ সময় ১৮৪০, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।