ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাবা হয়েছেন শতাব্দী ওয়াদুদ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসা অভিনেতা শতাব্দী ওয়াদুদ। কোন নাটকে নয়, এবার তিনি বাস্তবজীবনেই বাবা হয়েছেন।

১৯ আগস্ট শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডির পপুলার মেডিক্যাল সেন্টারে তার পুত্র সন্তান জন্ম গ্রহণ করে।

শতাব্দী ওয়াদুদের স্ত্রীর নাম স্নাতা শাহরিন। জনপ্রিয় নাট্যকার পান্থ শাহরিয়ারের ছোটবোন স্নাতা শাহরিন । সুপরিচিতি মঞ্চাভিনেতা সোলায়মান খোকার মেয়ে তিনি। শতাব্দী ওয়াদুদ নিজেও টিভিনাটকের পাশাপাশি প্রাচ্যনাটের হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করে থাকেন।

শতাব্দী ওয়াদুদ বাংলানিউজকে জানিয়েছেন, স্ত্রী স্নাতা শাহরিন ও সদ্যজাত সন্তান দুজনই সুস্থ আছেন। ছেলের নাম রাখা হয়েছে শ্রেয়ান। প্রথমবার  বাবা হওয়ায় ভীষণ এক্সাইটেড হয়েছেন বলে শতাব্দী বাংলানিউজকে জানান। একই সঙ্গে তিনি খানিকটা নার্ভাস ফিল করছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৮৪৫, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।