ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টপ মডেল হাসিনের উড়ন্ত অভিষেক

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

আনন্দের জোয়ারে যেন আকাশে উড়ছেন ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন। শোবিজে অভিষেক হচ্ছে তার স্বপ্নের মডেল নোবেলের বিপরীতে।

এখনো সবকিছু রূপকথার মতোই মনে হচ্ছে হাসিনের কাছে।

সম্প্রতি অনুষ্ঠিত ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১ প্রতিযোগিতায় খেতাব জিতেন হাসিন রওশন আরা। সেরা টপ মডেলের মুকুট মাথায় পড়ার পাশাপাশি পুরস্কার হিসেবে পান পাঁচ লক্ষ টাকা। এবার শোবিজে তার জমকালো অভিষেক হচ্ছে। দেশ সেরা মডেল নোবেলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখছেন হাসিন। এবারের ঈদে চ্যানেল আইয়ের বিশেষ নাটক ‘আমাদের ছোট নদী’-তে তাকে নোবেলে বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাহের শিপন। এ নাটকে আরো অভিনয় করেছেন মুনিরা মিঠু, নাজনীন হাসান চুমকী, রোমানা ও সাঈদ।

নোবেলের সঙ্গে অভিনয় প্রসঙ্গে হাসিন বাংলানিউজকে বলেন, আমার প্রিয় মডেল নোবেল। শুধু প্রিয় বললে ভুল হবে, কারণ শোবিজে তাকে আমি আমার আইডল মনে করি। আমি যখন ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় নাম লিখাই, তখন থেকেই নিজের ভেতর প্রবল আগ্রহ অনুভব করেছি, কবে এই রিয়েলিটি শোর বিচারক নোবেলের সামনে গিয়ে দাঁড়াব এবং তাকে সরাসরি দেখবো। মনে মনে প্রার্থনা করেছি, তার সামনে যাবার আগে যেন বাদ না পড়ি। দর্শকদের ভালোবাসায় আর বিচারকদের রায়ে টপ মডেল খেতাব জয়ের পর সময় এসেছে আমার মিডিয়ায় অভিষেক। প্রথম নাটকেই যে আমি সেই নোবেল ভাইয়ের বিপরীতেই অভিনয়ে সুযোগ পাবো, তা আমার বিশ্বাসই হচ্ছিল না। এখনো আমার মনে হচ্ছে, সবই রূপকথা।

নোবেলের বিপরীতে অভিনয় প্রসঙ্গে হাসিন বলেন, শুটিংয়ের সময় আমি খুব এক্সাইটেড ছিলাম। এটা আমার প্রথম অভিনয় তাই খুব ভয় লাগছিল। তাও আবার নোবেলের মতো একজন খ্যাতিমান মডেল ও অভিনেতার সঙ্গে আমাকে অভিনয় করতে হবে। তাছাড়া তিনি সরাসরি আমাদের বিচারক ছিলেন। তার সাথে অভিনয়! সবকিছু মিলিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। পরে অবশ্য সবকিছু ঠিক হয়ে গেছে। কারণ নোবেল ভাই ভীষণ হেল্পফুল। নাটকের পরিচালক তাহের শিপন ভাইও আমাকে অনেক সহযোগিতা করেছেন। এখন দর্শকদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছি। তাদের রায়-ই হলো চুড়ান্ত রায়।

বাংলানিউজকে হাসিন বললেন, একটি প্রতিযোগিতা পাল্টে দিয়েছে আমার জীবন। খুব সাধারণ আমাকে বদলে দিয়েছে পুরোপুরি। হাতের মুঠোয় এনে দিয়েছে স্বপ্ন পূরণের সুযোগ। সহস্রাধিক প্রতিযোগীর মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে-তে উঠে আসাটাকেই হাসিন বড় সাফল্য মনে করেছিলেন, শিরোপা জিতবেন ভাবেন নি মোটেও। সেরা টপ মডেলের খেতাব বিজয়ের অনুভূতির কথা জানিয়ে তিনি বললেন, এতো ভালোবাসা কোনোদিন এতো সম্মান কোনোদিন পাবো স্বপ্নেও ভাবি নি। আমার কাছে ব্যাপারটা এখনো রূপকথার গল্পের মতো মনে হচ্ছে।

হাসিন রওশন জাহান জানালেন, এটিই ছিল তার জীবনের প্রথম কোনো গ্ল্যামার প্রতিযোগিতায় অংশগ্রহণ। এর আগে কিছু ম্যাগাজিনের স্টিল ফটোগ্রাফির মডেল হয়েছেন। এ ছাড়া শোবিজে কাজ করার কোনো পূর্ব অর্ভিজ্ঞতা তার ছিল না। তিনি বলেন, ভিট-চ্যানেল আই সেরা টপ মডেল প্রতিযোগিতায় এসে আমি শিখেছি কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কীভাবে কথা বলতে হয় বা কীভাবে হাটতে হয়।

রাজশাহীর লক্ষীপুরের মেয়ে হাসিন ঢাকা বিশ্ববিদ্যলয়ের মাস্টার্সের ছাত্রী। ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন। শিগগিরই তাকে দেখা যাবে হেয়ার রিমুভ্যাল ব্র্যান্ড ভিটের জমকালো ও ব্যয়বহুল একটি বিজ্ঞাপনচিত্রে।

বাংলাদেশ সময় ২১৩০, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।