ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিশ্রুতি পূরণে শাকিব খানের পদক্ষেপ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি শীর্ষনায়ক শাকিব খান তার প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নেওয়ার সময় তিনি ঘোষণা করেছিলেন, নির্বাচনে জয়ী হলে চলচ্চিত্রের দুঃস্থ ও অসহায় শিল্পীদের কল্যাণের জন্য ৫০ লাখ টাকার একটি তহবিল গঠন করবেন।

এ উদ্দেশ্যে তিনি বেশ অগ্রসর হয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

দুঃস্থ ও অসহায় চলচ্চিত্র শিল্পীদের জন্য তহবিল গঠন সম্পর্কে শাকিব খান বলেন, শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর কোনো শিল্পীকে বিনা চিকিৎসায় মরতে হবে না। শিল্পীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির ৫০ লাখ টাকার একটি তহবিল গঠন করা হবে। আমি আমার প্রতিশ্রুতি পালনের প্রতি বেশ সজাগ। নির্বাচিত হওয়ার পর পরই আমি তহবিল গঠনের উদ্দেশ্যে কাজ শুরু করি এবং বিত্তবান সম্ভাব্য দাতাদের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে অনেকেই আমাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে বেশ কিছু টাকাও হাতে এসেছে। আশা করছি ঈদের পর দুঃস্থ শিল্পী কল্যাণ তহবিলে প্রায় ৩০ লাখ টাকা জমা দিতে পারবো।

শাকিব খান আরো বলেন, অনেকেই আমার প্রতিশ্রুতিকে আকাশ কুসুম কল্পনা বলে মন্তব্য করেছিলেন। আমি মনে করি আন্তরিকতা থাকলে যে কোন কঠিন কাজও বাস্তবায়ন করা সম্ভব।

বাংলানিউজকে তিনি জানান, দুঃস্থ শিল্পীদের কল্যাণে প্রতিশ্রুত ৫০ লাখ টাকার তহবিল গঠনের জন্য তিনি একাধিক পরিকল্পনা হাতে নিয়েছেন। যার মধ্যে রয়েছে, বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে ঢাকায় একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। অনুষ্ঠানের অর্জিত সম্পূর্ণ লভ্যাংশ এই কল্যাণ তহবিলে প্রদান করা হবে।

দুঃস্থ ও অসহায় চলচ্চিত্র শিল্পীদের আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রকৃত দুঃস্থ শিল্পীরাই এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাবেন। এ উদ্দেশ্যে শিল্পী সমিতি একটি তালিকা গঠনের কাজ খুব শিগগিরই শুরু করবে। অনুদান প্রদান প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। সমিতির সদস্যদের সর্বসম্মতি ক্রমেই অনুদান দেওয়ার জন্য অসহায় শিল্পীদের মনোনীত করা হবে।

বাংলাদেশ সময় ০০৩৫, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।