ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টানা পাঁচদিন নাচবেন ইলা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

নৃত্যশিল্পী ইলা।   প্রায় দশ বছর ধরে নৃত্যের সঙ্গে যুক্ত।

তবে গত বছর পাঁচেক ধরে শোবিজে নৃত্যশিল্পী হিসেবে গড়ে উঠেছে তার সুপরিচিতি। বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে ইদানিং তাকে প্রায়ই নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এই ঈদে টানা পাঁচদিন নাচ নিয়ে ইলা দর্শকদের সামনে আসছেন।

দশ বছরের নাচের ক্যারিয়ারে এবারের ঈদেই প্রথম ইলা বিটিভিতে কোনো নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন। পাঁচটি নাচের অনুষ্ঠানে টানা পাঁচদিন নাতে নৃত্যপরিবেশন করতে দেখা যাবে।

ঈদের প্রথম দিন ইলা ‘নৃত্য বিহঙ্গ’ অনুষ্ঠানে নিজেরই পরিচালনাতেই নাচবেন। ঈদের পরের দিন ‘আনন্দ ঝলমল’ অনুষ্ঠানে, তৃতীয়দিন ‘ঈদ আনন্দ সবার মনে’ এবং চতুর্থ দিন ও পঞ্চম দিনের বিশেষ নৃত্যানুষ্ঠানে থাকছে ইলার নৃত্যপরিবেশন।

ভিন্নধর্মী এসব নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পর্কে ইলা বলেন, আসলে নাচই আমার ধ্যান জ্ঞান। তাই নাচের অনুষ্ঠানে চেষ্টা করি ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে। আমার প্রত্যেকটি কাজে সেই আন্তরকতারই ছোঁয়া পাবেন দর্শক।

 ইলা আরো জানান,  ঈদেরদিন আরটিভিতে, ঈদের দ্বিতীয় দিন একই চ্যানেলে, ঈদের দিন মোহনা টিভিতে এবং আরো দুটি ভিন্ন দিনে এটিএন বাংলা ও একুশে টিভিতেও তার নাচের অনুষ্ঠান থাকছে। বিগত বছরগুলোতে একসাথে এতোগুলো চ্যানেলে কখনোই ইলাকে না দেখা গেলেও এখন নাচ নিয়ে ইলা আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস বিধায় নাচের অনুষ্ঠানের প্রতি অধিক মনোযোগী হয়ে উঠেছেন তিনি।

ইলা বুলবুল ললিত কলা একাডেমি,শিশু একাডেমি, দিল্লীর শ্রী রাম ভারতীয় কলা কেন্দ্র, গান্ধার ভা মহাবিদ্যালয় থেকে নাচের উপর সম্মাননা ডিগ্রী লাভ করার পরই নাচের সাথে পেশাগতভাবে জড়িত হয়েছেন।  

বাংলাদেশ সময় ১৬৪০, আগস্ট ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।