ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সালমান ভেঙে দিলেন শাহরুখের রেকর্ড

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১

বলিউডে নতুন রেকর্ড গড়লো সালমান খানের ‘বডিগার্ড’। আগের সব রেকর্ড একে একে ভেঙে দিচ্ছে এই ঈদে মুক্তি প্রাপ্ত সালমান অভিনীত ‘বডিগার্ড’ ছবিটি।

এটি ভেঙে দিয়েছে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’-এর রেকর্ড।

ভারতের সিনেমা হলগুলোতে ছবিটি মুক্তি পাবার পর দেশের বাইরে ব্রিটেনেও ছবিটি  মুক্তি দেয়া হয়। মুক্তির পর প্রথম দিনেই  ছবিটি ১ লক্ষ ৯৪ হাজার পাউন্ড ব্যবসা করে, যা শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান‘ ছবিটির  রেকর্ড ভেঙ্গে দিয়েছে। শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান‘ ছবিটির মুক্তির প্রথম দিনে ১ লক্ষ ৯১ হাজার পাউন্ড ব্যবসা করেছিলো।
এদিকে মধ্যপ্রাচ্যে ‘বডিগার্ড’ ছবিটি মুক্তির দুই দিনেই ১.৬ মিলিয়ন রূপি ব্যবসা করে যা সালমানের ‘দাবাঙ’ ছবিটির রের্কডের খুব কাছাকাছি। ‘দাবাঙ’ ছবিটি মধ্যপ্রাচ্যে ১.৭ মিলিয়ন রূপি ব্যবসা করেছিলো।

‘বডিগার্ড’ ছবিটি আমেরিকায় মুক্তির প্রথম কয়েকদিনেই ৩.৮ মিলিয়ন ডলার ব্যবসা করেছে , যা ‘দাবাঙ’ ছবিটির ৫ মিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। ছবিটির সাফল্যের বিষয়ে রেলিয়েন্স এন্টারটেইনের সিইও  সনজিব লামবা বলেন, সালমানের ‘বডিগার্ড’ ছবিটির রেকর্ড সংখ্যক ব্যবসায়িক সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে সালমানের খ্যাতি আরো বাড়িয়ে দিবে।

সালমান-শাহরুখ দ্বন্দ্ব বলিউডে বেশ আলোচিত। প্রতিযোগিতার লড়াইয়ে দুজনই ছুটছেন সমান তালে। একজন আরেকজনকে ছাড়িয়ে যাবার লড়াই ‘বডিগার্ড’ ছবিটির মাধ্যমে আরো জমে উঠলো।

সূত্র : এনডিটিভি

বাংলাদেশ সময় ১৬২৫, সেপ্টেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।