ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিপাশার সঙ্গে বিচ্ছেদে মোটেও হতাশ নন জন আব্রাহাম

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

‘জীবন থেকে অনেক কিছুই শেখার আছে’, কথাটি এখন মনপ্রাণ দিয়েই বিশ্বাস করেন জন আব্রাহাম। দীর্ঘ ৮ বছরের সর্ম্পকের বাঁধনে একসঙ্গে থাকার পর জন আব্রাহাম এবং বিপাশা বাসুর প্রেমের জুটিতে বিচ্ছেদ ঘটে চলতি বছর।



জন-বিপাশা জুটিটি এতটাই জনপ্রিয় ছিলো যে তাদের সম্পর্ক হঠাৎ ভেঙ্গে ভক্তরা অবাক হয়েছিলেন। বিচ্ছেদের এই ঘটনায় বিপাশা এর আগে অনেক মন্তব্য করলেও  জন কখনোই বিষয়টি নিয়ে মিডিয়ার সম্মুখে কথা বলেননি।

সম্প্রতি জন কথা বললেন তার অতীতের সম্পর্ক নিয়ে। তিনি জানান, বিপাশার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় মোটেও হতাশ নন । বরং এই ঘটনায় নিজে আরো পরিপক্ক হয়েছেন আর বাস্তবতাকে তিনি হাসিমুখে গ্রহণ করতে শিখেছেন বলে দাবী করেন জন আব্রাহাম।

তিনি বলেন, কোন মেয়ের সঙ্গে থাকাটা প্রয়োজনীয় নয়। একাকিত্ব আমাকে অনেক বেশি ম্যাচুয়র করেছে । ৩ বছর আগেও আমি নিজেকে নিজেই ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন করে হতাশ করেছিলাম। কিন্তু আজ আমি স্থীর হয়ে বসেছি আর হাসছি। নিজের মনে জাগা প্রতিটি প্রশ্নের উত্তর মিলিয়েছি, যার সবকিছুই জীবনের কাছ থেকে শেখা।

৩৮ বছর বয়সী এই মডেল ও  অভিনেতা অভিনয়ে আসার পর নিজের মা বাবার সঙ্গে কম সময় কাটিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ২০০৩ সালে অভিনয়ে আসার পর থেকে বাবা মা কে খুব একটা সময় দিতে পারিনি। আমরা অনেকেই নতুন সর্ম্পকে জড়িয়ে যাওয়া ও ক্যারিয়ার গড়ার তাগিদে বাবা মা কে ভুলে যাই। তাদেরকে সময় দেয়া হয়না। ি কন্তু আমি এখন যতটা সম্ভব আমার বাবা মার সঙ্গে সময় কাটাবো। তারা শারীরিকভাবে খুব অসুস্থ তাই আমার ব্যস্ততার বাইরের অবসর সময় আমি তাদের সঙ্গেই কাটাতে চাই।

জন এখন তার পরবর্তী ছবি ‘ফোর্স’-এর মুক্তির অপেক্ষায় আছেন। সেপ্টেম্বরের ৩০ তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে । এছাড়া ‘দেশি বয়েজ’, ‘হাউজফুল টু’ এবং ’শুটআউট এট ওয়াডালা’ ছবিতে তিনি অভিনয় করছেন।

অভিনয়ে ব্যস্ত  থাকা এই অভিনেতা অতীতের সবকিছুকে পিছু ফেলে নিজের ক্যারিয়ারের দিকে বেশি মনোযোগী হতে চান।

বাংলাদেশ সময় ১৭৩০, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।