ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শিল্পী সমিতির দুঃস্থ তহবিলে শাকিব খানের ২৫ লাখ টাকা প্রদান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

‘আমি চাই চলচ্চিত্রের শিল্পীদের সুখে-দুখে পাশে দাঁড়াতে। কোনো শিল্পী চিকিৎসার অভাবে মারা যেতে দেখতে চাই না।

এজন্য দুঃস্থ শিল্পীদের কল্যাণে ৫০ লাখ টাকার একটি তহবিল গঠন করার পরিকল্পনা আমার আছে’, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে এভাবেই প্রতিশ্রুতি দিয়েছিলেন শীর্ষনায়ক শাকিব খান। শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর দুঃস্থ শিল্পী কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা প্রদানের মাধ্যমে নিজের অঙ্গীকার পূরণ করতে চলেছেন তিনি।


১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এফডিসির  শিল্পী সমিতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সমিতির দুঃস্থ শিল্পী কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকার চেক প্রদান করলেন শাকিব খান।

গেলো ঈদে দেশটিভিতে প্রচারিত ‘কে হতে চায় কোটিপতি’-এর বিশেষ পর্বে শাকিব খান ও অপু বিশ্বাস যৌথভাবে অংশ নিয়ে জিতে নেন সাড়ে ১২ লাখ টাকা। এর সঙ্গে শাকিব খান যোগ করেন তার ব্যক্তিগত উপার্জনের সাড়ে ১২ লাখ টাকা। সব মিলিয়ে ২৫ লাখ টাকা দুঃস্থ শিল্পীদের জন্য গঠিত তহবিলে প্রদান করেছেন তিনি।

এ সময় চলচ্চিত্রের সিনিয়র শিল্পী ও সমিতির অন্য সদস্যদের উপস্থিতিতে শাকিব খান বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি অঙ্গীকার করেছিলাম দুঃস্থ শিল্পীদের অনাহারে-অর্ধাহারে বিনা চিকিৎসায় মারা যেতে দেবো না। তাদের কল্যাণের জন্য ৫০ লাখ টাকার একটি তহবিল গঠন করবো। আমার এই প্রতিশ্রুতিকে কেউ কেউ তখন আকাশ-কুসুম কল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আমি বিশ্বাস করি, সদিচ্ছা থাকলে আকাশ-কুসুম কল্পনাও বাস্তবায়ন করা সম্ভব।

শাকিব খান আরো বলেন, আমি আমার অঙ্গীকার পূরণের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছি। আপাতত শিল্পী সমিতির ২৫ লাখ টাকার দুঃস্থ শিল্পী কল্যাণ তহবিল গঠিত হলে। আমি প্রতিশ্রুতি অনুযায়ী তহবিলে ৫০ লাখ টাকা পূরণ করার জন্য কাজ করছি। এ উদ্দেশ্যে দাতা ও স্পনসরদের সঙ্গে কথাবার্তাও বলেছি। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও দুঃস্থ শিল্পী কল্যাণ তহবিলের জন্য শিল্পী সমিতির উদ্যোগে একটি চ্যারিটি কালচারাল শো করার পরিকল্পনা আমাদের আছে।

এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, চলচ্চিত্রের প্রকৃত দুঃস্থ ও অসহায় শিল্পীরাই এই তহবিল থেকে সাহায্য পাবে। এই সাহায্য প্রদানের প্রক্রিয়া হবে পুরোপুরি স্বচ্ছ ও পক্ষপাত মুক্ত।

ঊাংলাদেশ সময় ২২৩৫, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।