ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

বুকে ব্যথা নিয়ে কবীর সুমন হাসপাতালে

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, সেপ্টেম্বর ২২, ২০১১

কলকাতা: বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার কলকাতায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ও তৃণমূল সাংসদ কবীর সুমন।

এদিন দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে।

সেখানে তখন কোনো হৃদরোগ বিশেষজ্ঞ না থাকায় সাধারণ চিকিৎসকরাই তার চিকিৎসা করেন।

প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি শারিরীকভাবে সুস্থ আছেন। স্বাভাবিক রয়েছেন। তবে এদিন তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না।

চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ রেখেছেন। প্রয়োজন হলে তাকে অন্য হাসপাতালে ভর্তি করা হবে বলে কবীর সুমনের পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।