ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অনিল কাপুরের বাবা সুরিন্দার কাপুরের মহাপ্রয়াণ

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বলিউডের সুপার স্টার অনিল কাপুরের বাবা ফিল্ম প্রযোজক সুরিন্দার কাপুর ২৪ সেপ্টেম্বর শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৮৪ বছর বয়সে সুরিন্দার কাপুর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন।



সুরিন্দার কাপুরের মৃত্যুর খবর পেয়ে পরিবারের ঘনিষ্ট বন্ধুবান্ধবসহ বলিউডের পরিচালক,প্রযোজক এবং অভিনেতারা উপস্থিত হয়েছিলেন তার বাসভবনে।

কাপুর প্রডাকশন ভেনচারে নির্মিত ’নো এন্ট্রি’ ছবির পরিচালক আনিস বাজমী ভেজা কন্ঠে সুরিন্দার কাপুরের মৃত্যুর ঘটনাটি প্রকাশ করে বলেন, ’প্রতিদিনের মতই বিকেলে হাটতে বেড়িয়েছিলেন  সুরিন্দার জি। বাড়ি ফিরে এক গ্লাস পানি পান করেন তিনি। পায়ে পড়ে থাকা জুতোটির ফিতা খুলতে গিয়েই হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। ঠিক তখনি তিনি হার্ট স্ট্রোক করেন। সেই মূহুর্তেই তিনি মারা যান। সাড়িয়ে তোলার চেষ্টার কোন প্রকার সুযোগ না দিয়েই সঙ্গে সঙ্গেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

নিজের সহধর্মীনিকে হারানোর পর থেকে তিন ছেলে বনি কাপুর,অনীল কাপুর,সজ্ঞয় কাপুর এবং মেয়ে রীনাকে সঙ্গে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিলেন সুরিন্দার কাপুর। ’হাম পান্চ’ ’ ওহ সাতদিন’, ’লোফার’,’জুদাই’ এবং ’হামারা দিল আপকে পাস হে’ –এর মত আরো বেশকিছু হিট ফিল্মের প্রযোজক হিসেবে কাজ করেছেন সুরিন্দার কাপুর।

১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ফিল্ম এবং টেলিভিশন প্রডিউসার গিল্ড অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০০৯ সালে এল.ভি.প্রাসাদ পুরুস্কার দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়।

দাদার হঠাৎ চলে যাওয়ায় সোনাম কাপুর এবং অর্জুন কাপুরও বেশ শোকাহত। পুরো পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময় ১৯৫০, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।