ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্যারিসকে সময় দিতে পারলেন না কিং খান

ইশানা ইশরাত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বলিউড বাদশাহ শাহরুখ খানের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ। অক্টোবরের ২৬ তারিখ মুক্তি পাচ্ছে তার ড্রিম প্রজেক্ট ‘রাওয়ান’।

থ্রি-ডি এই ছবিটির প্রচার-প্রচারণা নিয়ে কিং খান বর্তমানে এতোই ব্যস্ত যে, হলিউড সেলিব্রিটি প্যারিস হিলটনকে তিনি সময় দিতে পারলেন না।

গত ২৪ সেপ্টেম্বর শনিবার হলিউডের খ্যাতিমান অভিনেত্রী প্যারিস হিলটন ভারত সফরে আসেন। ৩০ বছর বয়সী স্বর্ণকেশী এই সুন্দরী মুম্বাইতে পা রাখার আগেই বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছের কথা জানিয়েছিলেন। প্যারিসের এই ইচ্ছের কথা জেনে কিং খান ভেবেছিলেন, প্যারিসের সম্মানে তাকে স্বাগত জানিয়ে একটি পার্টি দিবেন।

প্যারিসের তিনদিনের সফরে তার সম্মানে পার্টি দেওয়া শেষপর্যন্ত শাহরুখের পক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি মুম্বাইতে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্যারিস হিলটনকে স্বাগত জানিয়ে পার্টি দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি এ মুহূর্তে  ‘রাওয়ান’ নিয়ে ভীষণ ব্যস্ত। নিজে পার্টি দেওয়া তো দূরে থাক, কেউ কোনো পার্টিতে আমন্ত্রণ জানালে তাতে যোগ দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। প্যারিসকে সময় দিতে না পারায় দুঃখপ্রকাশ ছাড়া এ মুহূর্তে আমার করার কিছুই নেই।


বাংলাদেশ সময় ২১৩৫, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।