ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

শুটিংয়ে পাঁজরের হাড় ভেঙে আহত অমিতাভ

ইশানা ইশরাত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, সেপ্টেম্বর ২৬, ২০১১

চিকিৎসকদের মুখ থেকে ঐশ্বরিয়ার টুইন বেবি হবে জানতে পেরে বচ্চন পরিবারে যখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, ঠিক তখনই এলো দুঃসংবাদ। অমিতাভ বচ্চন ‘ডিপার্টমেন্ট’ ছবির শুটিংয়ে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন।

আঘাতটি তখন খুব বেশি মারাত্মক মনে না হলেও পরবর্তীতে পাঁজরে প্রচ- ব্যথা অনুভব করেন বিগ বি। এক্সরে তে ধরা পড়ে, তার পাঁজরের হাড় ভেঙ্গে গেছে।

অমিতাভ বচ্চন এ প্রসঙ্গে তার নিজস্ব ব্লগে লিখেছেন, আঘাতটাকে খুব একটা গুরুত্ব দেয় নি। ব্যথার তীব্রতা বাড়তে থাকায় চিকিৎসকদের পরামর্শে আমাকে এক্সরে করাতে হয়। এতে ধরা পড়ে পাঁজরের হাড় ভেঙে গেছে আমার। চিকিৎসাশাস্ত্রে এটাকে বলে অ্যালবেইট হেয়ারলাইন রিব ফ্র্যাকচার। এর কোনো চিকিৎসা নেই। এই ভাঙা অংশ আপনা-আপনিই জোড়া লাগে। সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ। এই কয়েকটি দিন তীব্র ব্যথা সহ্য করতে হবে আমাকে।

ব্লগে বিগ বি আরো লিখেছেন, ব্যথার তীব্রতা কেবল বাড়ছে। এই ব্যথা অসহনীয়। গত ২ দিনে সবচেয়ে কাছের সঙ্গী হিসেবে আমার পাশে আছে গরম পানির বোতল। পুরনো এই বোতলটি খুবই কাজে দিচ্ছে। সিটি স্ক্যান পরীক্ষার ফলাফল বলে দিচ্ছে, আরও কয়েকদিন এই অবস্থায়ই কাটাতে হবে আমাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অমিতাভ বচ্চন হঠাৎ করে আঘাত পাওয়ায় আনন্দের মধ্যে নেমে এসেছে বিষাদ। তবে বিগ বি নিজে ব্যথায় কষ্ট পেলেও পরিবারের সবার সঙ্গে ব্যথা নিয়ে শুরু করে দিয়েছেন স্বভাব সুলভ রসিকতা।

বাংলাদেশ সময় ১৫৪৫, সেপ্টেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।