ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রোদ্দুর ঈদ কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
রোদ্দুর ঈদ কালেকশন

ঈদকে সামনে রেখে রোদ্দুর এখন আরও বড় পরিসরে। সচেতন ফ্যাশন ফলোয়ার্সের জন্য রোদ্দুরের ঈদ কালেকশনে রয়েছে বিচিত্র অপশন।

ফতুয়া ও টপস বড় আর খানিকটা ঢোলা হয়ে কুর্তির মতো হয়েছে। হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, অ্যাপলিক, ব্লক, স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে। পোশাকে উজ্জ্বল রঙ ব্যবহার করে কাটওয়ার্কের কাজ করা হয়েছে হয়েছে। রোদ্দুর

টপসের কাটিংয়েও এসেছে পরিবর্তন। গলা, পাইপিং ও নেটিংথ সব কিছুতেই রয়েছে বৈচিত্র্য আর যত্নের ছাপ।

শাড়ির মধ্যে সুতি, তাঁত তো রয়েছেই, সঙ্গে সিল্ক, হাফ সিল্ক, জয় সিল্ক, জুট কটন, গাদোয়াল, জামদানি ও কাতান থাকছে। কিছু শাড়িতে রয়েছে দুটি কাপড়ের সংমিশ্রণ। যেমন অ্যান্ডি ও সিল্ক কিংবা মসলিন ও অ্যান্ডি। পুরো শাড়ি দুটি বা তিনটি অংশে বিভক্ত।

এখানে দেশীয় সংস্কৃতির আবহের সাথে নতুনত্ব আর আধুনিকতার মিশেলে মিলবে সবার পছন্দের সব পোশাক। কারণ রোদ্দুর সময়ের রঙের অস্তিত্বকে ধরে রেখে নতুন করে উজ্জীবত করে আমাদের যাপিত জীবনের এই ব্যবহার্য-পোশাককে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।