ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লা রিভে শীত উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
লা রিভে শীত উৎসব

পোশাক ও লাইফ স্টাইল ব্র্যান্ড `লা রিভ` এই শীতে নিয়ে এসেছে মওসুম উপযোগী দারুণ সব পোশাকের বিশাল সম্ভার। পাশ্চাত্য ঐতিহ্যের কথা মাথায় রেখে উজ্জ্বল রং এর নিত্য নতুন ফ্যাব্রিক, কারচুপি, এমব্রয়ডারি ও সূচিশিল্পের সৃষ্টিশীল ব্যবহারে তৈরি এই কালেকশন নজর কাড়বে ক্রেতাদের।

মেয়েদের জন্য লা রিভের শীতের কালেকশনে রয়েছে আকর্ষণীয় রঙ ও ডিজাইনের সোয়েটার, জ্যাকেট, সোয়েট শার্ট, হুডি ও টিউনিক। লাল, কমলা, সবুজ রং এর সুতির ফ্যাব্রিকে তৈরি তরণীদের জ্যাকেটগুলো দেখতে যেমন নজরকাড়া তেমনি আভিজাত্যপূর্ণও।

জ্যাকেট ছাড়াও আছে বিভিন্ন উজ্জ্বল রং এর সোয়েটার; যা দেখতে সুন্দর এবং পরেও আরাম। হুড দেওয়া টিউনিকে ব্যবহার করা হয়েছে সবুজ, লাল, কালো, নীল রংয়ের সুতি, লাইক্রা, ফ্লিস, ফ্ল্যানেল জাতীয় ফ্যাব্রিক। টিউনিকগুলো ট্রেন্ডি লেগিনস, সুতির প্যান্ট অথবা জিন্স সব কিছুর সাথেই পরা যাবে।

এছাড়া এবারের শীতে লা রিভ পুরুষদের জন্যে এনেছে বৈচিত্র্যপূর্ণ পোশাকের সম্ভার। শীতে সবধরনের অনুষ্ঠানের জন্য লা রিভের এই সংগ্রহে রয়েছে স্টাইলিশ জ্যাকেট, ফরম্যাল ব্লেজার, সোয়েট শার্ট, হুডি শার্ট, টি-শার্ট ও সোয়েটার। জ্যাকেট ও ব্লেজারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পলিকট, ফ্লিস, উল, টুইল এবং সুতির ফ্যাব্রিক। যা দেখতে যেমন স্টাইলিশ তেমনি পরেও আরাম। স্লিম ফিটের জ্যাকেট ও ব্লেজারগুলিতে অন্য রং এর কলার ও নেকলাইন ব্যবহার করা হয়েছে। রয়েছে উল, সুতি, লাইক্রা, পলিকট ও উন্নত মানের ফ্লিসের তৈরি হুডি শার্ট।

লা রিভ শীত উৎসবের পোশাকগুলো পাওয়া যাবে বাংলাদেশে লা-রিভের সকল বিক্রয়কেন্দ্রে।

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।