ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্ক্রাবিং : ত্বকের সুস্থতার জন্য

রত্না দে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

এখনকার এই বায়ুদূষণের দিনে ত্বকের জন্য স্ক্রাবিং খুব প্রয়োজনীয় একটি জিনিস। ত্বকের ওপর মরাকোষ জমলে ত্বক নিষ্প্রভ ও অনুজ্জ্বল দেখায়।

স্ক্রাবিংয়ে মরা কোষ দূর হয়ে যায়। আর ত্বককে রাখে সজীব। আসুন এ সম্পর্কে খানিকটা জেনে নেওয়া যাক :

  মাইন্ড স্ক্রাব ত্বকের পেক্ষে ভালো, যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন।
  যাদের ব্র“ণের সমস্যা আছে তারা এপ্রিকট স্ক্রাবার ব্যবহার করবেন না।
*   স্ক্রাবিংয়ে রক্ত সঞ্চালন ভালো হয়, রোমকূপের মুখ বন্ধ হয় না। ব্ল্যাকহেডস প্রতিরোধ হয়।
*    স্ক্রাবিংয়ের পর অল্প ময়শ্চারাইজার লাগান। ত্বক শুষ্ক হবে না।
   টোনার লাগানোর আগে স্ক্রাব ব্যবহার করুন।
   তবে হার্ড স্ক্রাব সপ্তাহে একদিন করা ভালো।
*   ক্যামিক্যাল স্ক্রাব থেকে হারবাল স্ক্রাব ত্বকের জন্য বেশি ভালো।
*    আজকাল নামিদামি ব্যান্ডের স্ক্রাব ক্রিম যে কোনও কসমেটিকসের দোকানে পাওয়া যায়। কেনার আগে এক্সপায়ারিং ডেট দেখে কিনুন।
  হারবাল স্ক্রাবও বাজারে সহজলভ্য। ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, বিডিআর মার্কেট ইত্যাদি জায়গা পাওয়া যায় ভালো ব্র্যান্ডের স্ক্রাব ক্রিম। দাম সাধারণত ১৮০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত। এগুলো থেকে বাছাই করে কিনুন আপনার পছন্দমতো স্ক্রাবিং ক্রিম এবং বাড়িতে বসেই শুরু করুন স্ক্রাবিং।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।