ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিফোর আই ডু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৩
বিফোর আই ডু

বলা হয় যে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কটি হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক, আর জীবনের সবচেয়ে মধুর স্মৃতি নিজের বিয়ের স্মৃতি। ছেলেবেলায় সেই পুতুলের বিয়ে দেওয়া থেকেই বিয়ের স্বপ্নগুলো যেন দানা বাধতে থাকে মনের অগোচরে, এরপর বিন্দু বিন্দু জমে যেমন সিন্ধু তেমনিই, জীবনের একটি সময়ে দুটি মনের স্বপ্নগুলো জমে পরিণয়ের সেই বিশেষ দিনটির আগমন-‘বিয়ে’।

আমরা সকলেই চাই বিশেষ এই দিনটিকে নানাভাবে আর ব্যাপক করে তুলতে। আর সেই প্রচেষ্টায় এর সঙ্গে জড়িত সকলের থাকে শতেক ভাবনা ও পরিকল্পনা।

সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় ধানমণ্ডির দৃক গ্যালারিতে উদ্বোধন করা হবে  ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং প্রদর্শনী। পলা রহমানের একক পরিচালনায় ‘বিফোর আই ডু’ শিরোনামে এ প্রদর্শনীটির আয়োজন সহযোগিতায় রয়েছে ওয়েডিং ডায়েরি বাংলাদেশ।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্বগণ।  

বিয়ের আয়োজনের পুরো বিষয়টি বেশ ঝক্কিরই বটে! অতিথি আপ্যায়ন, কমিউনিটি সেন্টার ভাড়া, হলুদের ডালা-কুলা, কনের শাড়ি কিংবা বরের জুতো, এমন হাজারটা কাজ, কোনটাই কোনটা থেকে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ব্যস্ততা ভরা জীবনে চাইলেও সবাই সবটুকু সময় দিতে পারেনা এই পরিকল্পনায়। তবে বিয়ে বলে কথা, হেলাফেলা করলেও তো চলবেনা।

আজকাল বিয়ের আয়োজনের এই ঝামেলাগুলো অনেকটাই শিথিল হয়ে এসেছে। কারণ আপনার কিংবা আপনার প্রিয় মানুষটির বিয়ের সকল মাথাব্যাথা এখন হাসিমুখে নিচ্ছেন ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানাররা। তবে আবার এর মধ্যেও কিন্তু রয়েই যায়। দেখা যায় যে আমাদের দেশে ইভেন্ট ডিজাইন ও প্ল্যানিং বলতে আমরা কেবল বিয়ের স্টেজ সাজানো আর ডিজে মিউজিকই বুঝি। অথচ ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং মানে যে এর চাইতেও আরও অনেক বেশি কিছু সেটিই পলা রহমান তার প্রদর্শনীতে দেখাতে চেয়েছেন। বিয়ের খুঁটিনাটি সবকিছুর আমেজই পাওয়া যাবে এই প্রদর্শনীতে।

যদি বিয়ের আয়োজন নিয়ে আপনি এতোটুকুও চিন্তিত থাকেন তবে একবার না হয় ঢুঁ মেরেই আসুন দৃক গ্যালারিতে ৫ থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোন দিন, যেকোন সময়ে!

 ঠিকানা: দৃক গ্যালারি-বাড়ি নং-৫৮, সড়ক নং-১৫এ (নতুন), ধানমণ্ডি, ঢাকা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।