ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গরুর দুধ যখন বডি লোশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

কানাডার একটি খামারের ওপর অপাস্তুরিত কাঁচা দুধ বিক্রি না করার নির্দেশ জারি হয়েছে। মূলত গরুর দুধকে মানুষের ব্যবহারের ‘বডি লোশন’ হিসেবে বিক্রি করার কারণে খামারটির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।



ব্রিটিশ কলম্বিয়ার চিলিওয়াকের একটি খামার তাদের কাঁচা দুধ কিওপেট্রার ইনজিম্যাটিক বডি লোশন নামে বাজারজাত করত।

কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি থাকার কারণে প্রদেশের জনস্বাস্থ্য আইনের আওতায় ‘আওয়ার কাউ’ নামের ওই খামারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দ্য গ্লোব অ্যান্ড মেইল এ তথ্য প্রকাশ করে।

এদিকে এ ধরনের আরও ২২টি গরুর খামার মালিশে সহায়তার জন্য দুধের সর/মাখন বাজারজাত করে থাকে।

ব্রিটিশ কলম্বিয়ার দুধ উৎপাদনকারী সংস্থার নির্বাহী পরিচালক রবিন স্মিথ বলেন, ‘এটি কিওপেট্রার গাউনের আড়ালে একটি ছদ্মবেশী গরু। লোশনের এ নামকরণ প্রকৃত অর্থে একটি বড় ধোঁকা। ’

তবে কেন্দ্রীয় খাদ্য ও ওষুধ আইনের আওতায় খামারের ব্যবস্থাপক মাইকেল স্মিড এ পণ্যটিকে প্রসাধন সামগ্রী হিসেবে বাজারজাত করার চেষ্টা করছিলেন বলে তিনি জানান। গত সেপ্টেম্বরে মাইকেল খামারের দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র : এএফপি

বাংলাদেশ সময় : ২৩১০, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।