ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এ সপ্তাহে নতুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

নতুনের প্রতি আমাদের আকর্ষণ থাকে সব সময়। আর তাই আসুন অভিজাত চেইন শপ গুলোর চলতি সপ্তাহের নতুন পণ্য তালিকা জেনে নিই।



মীনা বাজার:
বায়োমিল চাল এসেছে এ সপ্তাহে। মীনা বাজার কর্তৃপক্ষ জানায়, এই চাল শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে কার্যকর। এই  চাল ৪০০ গ্রামের প্যাকেট পাবেন ২৭০ টাকায় ।

এছাড়াও চলতি সপ্তাহে মিনা বাজারে এসেছে কমান্ডো এনার্জি ড্রিংক ১৫০ মি.লি. ৪৭০ টাকা, ইবার ইয়ুথ ফ্রুট ফেস ওয়াশ গেটোরেড গ্রেপ ড্রিংক ৫০০ মি.লি. ২০০ টাকা, রাজশাহী অরেঞ্জ জেলি ৪০০ গ্রাম ৬০ টাকা, ভাটিকা ফেস প্যাক ৬০ গ্রাম ৫৫ টাকা ।

আগোরা:
চেইন শপ আগোরায় এ সপ্তাহে এসেছে প্রমিজ বিস্কুট ওভালটিন ৩৫০ গ্রাম ৯৫ টাকা, ফ্রেশওয়েলের বান্না জেলি ৮৫ গ্রাম ৬০ টাকা, কুষ্টিয়ার স্পেশাল ঘি প্রতি কেজি ৬৩৩ টাকা। এছাড়াও  অ্যাংকর আইসিং সুগার ২৫০ গ্রাম ৩৫ টাকা, এবং আমেরিকান গার্ডেনের পেনকেক সিরাপ ৭০৯ মি.লি. ৩০০ টাকায় কিনতে পারবেন।  

নন্দন
মেগা শপ নন্দন এ সপ্তাহে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে, অলিম্পিক প্লাস কোকোনাট বিস্কুট যার দাম ১০ টাকা, থাই ফুড এগ নুডলস্ ১৭ টাকা, ইয়ামি ইয়ামি সয়াসস ১০০০ মি.লি. ১১৫ টাকা, গ্রিন সালাদ ড্রেনলিং ২৯৫ মি.লি. ১৭৭ টাকা, প্রসপারেট এগ নুডলস্ ৪৫৪ গ্রাম ১৫০ টাকা, এবং কিষোয়ান স্পেশাল কুকিজ বিস্কুট ৩৫০ গ্রাম ৬০ টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।