ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাটার ফুটওয়্যার ফ্যাশন শো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বসুন্ধরা সিটি শপিং মল-এর লেভেল ৭ এ বহুজাতিক ফুটওয়ার প্রতিষ্ঠান বাটা তাদের আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড নিয়ে ১৪ অক্টোবর শুক্রবার ইলেক্ট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রচুর দর্শনার্থীর উপস্থিতিতে একটি ফ্যাশন শো-এর আয়োজন করে।

বাটা বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ কাইউম এই শো-এর উদ্বোধন করেন এবং বাটা বাংলাদেশ-এর রিটেইল ম্যানেজার জনাব বিশ্বজিৎ রয়সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফ্যাশন শো’টি সাজানো হয় ছেলে, মেয়ে ও বাচ্চাদের বিভিন্ন ক্যাটাগরির জুতা দিয়ে, যা পরিবেশনা  করে দেশের সেরা ফ্যাশন মডেলরা।

এই ফ্যাশন শো-এ উপস্থাপন করা হয় বাটার মেরি ক্লেয়ার, ওয়েনব্রেনার, নর্থস্টার, বাবলগামারস যা বাটার ব্র্যান্ড প্রসারতায় ইতিবাচক ভূমিকা রাখে। ফ্যাশন শো’তে মোট ৮ টি কিউ অনুষ্ঠিত হয়। যেখানে বাটার বিভিন্ন ব্র্যান্ড আইটেমের জুতা, ব্যাগ ও বাচ্চাদের নানান ডিজাইনের জুতা ঠাঁই পায়।

এছাড়াও এই ফ্যাশন শো-এর মাধ্যমে উন্নত কোয়ালিটি ও রঙিন অনেক জুতা প্রথমবারের মতো নিয়ে আসে বাটা। ফ্যাশন ম্যাগাজিন ‘স্টাইলওয়াচ’ এর তত্ত্বাবধানে ফ্যাশন শো’টি কোরিওগ্রাফি করেন মুকুল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।