ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রিসোর্ট আটলান্টিস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

আমাদের কর্মব্যস্ত জীবনে অবসর হয়না বললেই চলে। আর যদিওবা এক দিন সময় পাওয়া যায় তখন ভাবতে হয় এতো অল্প সময় কোথায় যেতে পারি।



এই একটি দিন পরিবার-বন্ধুদের নিয়ে আনন্দে কাটানোর ব্যবস্থা রয়েছে ওয়াটার কিংডমে অবস্থিত রিসোর্ট আটলান্টিস-এ। আপনার ভ্রমণ ও বিশ্রামের জন্য এখানে রয়েছে সব ধরনের আধুনিক সুবিধা। আটলান্টিসে অবস্থানকালে আপনি ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম ও হেরিটেজ পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ইকোনমি, ডিলাক্স, সুপার ডিলাক্স ও স্যুইটথ এই চার ধরনের কক্ষ রয়েছে রিসোর্টে। কর্তৃপক্ষ জানায় রিসোর্টে রুমভাড়া ৩ হাজার ৯৫৬ টাকা থেকে ৯ হাজার ৮৯০ টাকা।

অতিথিদের সুবির্ধার্থে এখানে রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত রুম, কেবল টিভি, রেস্টুরেন্ট, ক্রেডিট কার্ড সুবিধা, সাইবার ক্যাফে, টেলিফোন, কার পার্কিং, লন্ড্রি সার্ভিস, কনফারেন্স সেন্টারসহ আরো অনেক কিছু।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।