ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সতর্ক থাকুন

নাঈম হামিদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

আমাদের জীবনযাপন আরও সহজ করতে ব্যাংকগুলো চালু করছে এটিএম বুথ। এই সেবার মাধ্যমে আমোদের সঙ্গে অনেক টাকা নিয়ে ঘুরতে হয়না।

আর ব্যাংক বন্ধ না খোলা টাকার প্রয়োজনের সময় তাও দেখতে হয় না। ২৪ ঘণ্টার এই সুবিধা আমরা পেয়ে যাচ্ছি হাতের কাছেই।

এই শহরে আমাদের চারপাশে কিছু অসাধু লোক ঘুরে বেড়ায়। এরা সুযোগ পেলে আমাদের বিপদে ফেলতে পিছপা হয় না। এসব লোকদের কাছ থেকে নিজেদের নিরাপদ রাখার উপায় জেনে নিতে হবে। যেমন আমরা হয়তো এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলাম এ সময় চোর বা ছিনতাইকারী জোর করে টাকা তুলতে বাধ্য করতে পারে।

এমন বিপদে মাথা ঠাণ্ডা রেখে কী করতে হবে আসুন জেনে নিই। তাদের সঙ্গে ঝগড়া-বিবাদে না গিয়ে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে।   তাকে বাধা দেয়ার চেষ্ট করবেন না। তার নির্দেশমত এটিএম কার্ডটি পাঞ্চ করুন এবং পিন দেয়ার সময় বিপরীত পিনকোড দিন। যেমন: আপনার পিনকোড যদি ৫২১৭ হয় তাহলে পাঞ্চ করুন ৭১২৫।

যখনি আপনি বিপরীত পিনকোড দেবেন তখন টাকা কাউন্ট হবে, টাকা আসবে ঠিকই কিন্তু বুথ থেকে টাকা বের হবেনা এবং এটি কাছাকাছি দ্বায়িত্বে থাকা পুলিশকে এলার্ট দেবে। যা ছিনতাইকারী বুঝতেও পারবেনা।

গ্রাহকদের নিরাপত্তা নিশিচত করতে শহরের প্রায় প্রতিটি এটিএম বুথে এই সুবিধা রয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।