ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের মেকআপ

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১
ঈদের মেকআপ

ঈদের আনন্দ কয়েকগুন বেড়ে যায়, যখন আমরা নতুন কাপড় পরে প্রিয়জনের সঙ্গে বাইরে যাই। কোরবানির ঈদে সারাদিন কাজের অনেক চাপ থাকে।

তাই বলে বিশেষ এই দিনটিতে একেবারে সাদামাটা থাকাটাও ভালো দেখায় না।

কাজের সুবিধার জন্য ঈদের আগের দিন আমরা যদি কিছু রান্না করে রাখি তাহলে ঈদের দিনটিতে পরিপাটি ভাবে থাকতে পারবো।

দিনের বেলায় ঘরের কাজ করতে হলে সুতি সালোয়ার কামিজ অথবা শাড়ি পরতে পারি। সঙ্গে অবশ্যই হালকা প্রসাধনী এবং পোশাকের সঙ্গে মানানসই ছোট কিছু গয়না পরতে ভুলবেন না।

আসল সাজের সময় তো সন্ধ্যায়। সারাদিন অতিথি আপ্যায়ন, রান্না আর ঘরের কাজ করতেই চলে যায়, সন্ধ্যাটা ফ্রি রাখুন, প্রিয়জনদের সঙ্গে বাইরে যান।

এই সময়ে বের হওয়ার আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিন। কীভাবে? ira
প্রথমে ব্রাস করুন, গোসল করুন। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে।
এবার এক মগ চা বা কফি খেয়ে ঝরঝরে হয়ে সাজতে বসুন।

ওয়াটার বেজড্ ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর ওপরে কম্প্যাক্ট পাউডার দিন। শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙ-এর শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে কাজল দিন। চোখের ওপরের পাতায় আইলাইনার দিয়ে মোটা করে লাইন টেনে নিন। দুই বার করে মাশকারা লাগান। ঠোঁট এঁকে গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে নিন। এবার ব্লাসন বুলিয়ে দিন দুই গালে। হয়ে গেল ঈদেরসাজ। শাড়ি পরলে মানানসই টিপ লাগিয়ে নিতে পারেন।

পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরুন। গয়নার বিষয়ে একটি বিষয় লক্ষ রাখুন, যদি বড় কানের দুল পরেন, তবে গলায় লম্বা চেন টাইপ কিছূ পরুন।

পছন্দ মতো চুল সেট করে নিন।

এবার পারফিউম মেখে, ব্যাগে ঘরের চাবি, মোবাইল ফোন নিয়ে সবার সঙ্গে বেরিয়ে পরুন।

ঈদ আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে নিরাপদে কাটবে, এই শুভ কামনা সবার জন্য।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।