ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গীতাঞ্জালী- দ্য জার্নি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১
গীতাঞ্জালী- দ্য জার্নি

পোশাকের নান্দনিক সৃজনশীলতার ধারাবাহিকতায় বেঙ্গল রেঁনেসার প্রভাব আজো কৃতজ্ঞতার সাথে স্মরনীয়। আজো বাঙ্গালীর আনন্দ, বেদনা, সুখে আর দুঃখের চিরন্তন অনুভবে চারদিকে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ।

বর্তমান সময়ের ভাবনায় সার্ধশত রবীন্দ্রনাথের সীমাহীন অনুভব। যার রূপ, রস, গন্ধ, বর্ণ ও সৃজন চৈতন্য এক অপূর্ব ব্যঞ্জনায় আমাদের মুগ্ধ করে প্রতিদিন।

গত ২৩ শে ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭ টায় দৃক গ্যালারিতে যুক্তরাজ্য সরকার এর সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ডা. আনন্দ গুপ্তের একটি ভিন্নধর্মী সুরও গানের মূর্ছনায় ফ্যাশন সন্ধ্যার আয়োজন করা হয়।

বাংলাদেশের প্রতিষ্ঠিত তারকা র‌্যাম্প মডেলরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ও এ সময়ের বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও লিপি খন্দকার এর কল্পনায় আমাদের পরিচিত সব চরিত্র  চিত্রাঙ্গদা, ক্যামেলিয়া, নন্দিনী, বিশু পাগল, অমিত, লাবন্য, অমল, চারুলতা, ভুপতি, বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, গোরা, জয়সিংহ, কাদম্বরি, জ্যোতিদাদ, অক্ষয়, নীপোবালা, ভিক্টোরিয়া ওকাম্পো, প্রিন্সেস দ্বারকানাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ এবং তরুণ রবীন্দ্রনাথ এর কিউতে সুরও গানের মূর্ছনায় র‌্যাম্প ফ্যাশন শো পরিবেশন করা হয়।

র‌্যাম্প মডেলিং করেন এডোল্ফ, অভি, ফারহান, রুমা, নাসরিন, রাতুল, হৃদি, ইমরান, নিশো, রিগ্যাল, জানাত, শুভ্র, শার্লিন, নাহিদ, এ্যনা, আদনান, অন্যন্যা, রিপন, টুম্পা, জনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিতু। এছাড়াও ফ্যাশন উদ্যোক্তা, ডিজাইনার, মডেল, সাংবাদিক, মিডিয়াকর্মী এবং শুভানুধ্যায়ীদের পদচারনায় মুখরিত ছিল  দৃক গ্যালারি।   পুরো অনুষ্ঠানটির রবীন্দ্র ভাবনায় আচ্ছন্ন ছিল।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপক এর দায়িত্বে ছিল ‘স্টার এন্ড এসোসিয়েট’ এবং সার্বিক সহোযোগিতায় ছিল  রঙ, বিবিয়ানা, রেডিয়েন্ট ফ্যাশন ইনিসস্টিটিউট , ওয়েস্টটিন হোটেল, ভোরের কাগজ, রেড বিউটি স্যালুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।