ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রিজেন্সীতে বড়দিন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১
রিজেন্সীতে বড়দিন

সামনেই খ্রিষ্টান ধর্মেও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনটিকে সামনে রেখে দেশের পাঁচ তারকা হোটেলগুলোতে থাকে নানা  আয়োজন আজ থাকছে রিজেন্সীতে বড়দিন উদ্যাপনের খোঁজ-খবর

বড়দিনের এই উৎসব শুরু  থেকেই আমাদের দেশে নানা আনন্দ উৎসবের মধ্য দিয়েই পালন করা হয়।

তাই বড়দিনকে বরন করে নেয়ার জন্য এবারও মজার মজার আয়োজন করেছে শহরের অন্যতম পাঁচ তারকা হোটেল  ঢাকা রিজেন্সী।

হোটেলের বাইরে এবং ভেতরে স্থাপন করা হয়েছে ক্রিস্টমাস ট্রি এবং সাজানো হয়েছে নানা রকমের বাতি দিয়ে। তবে বড়দিনের আসল আয়োজনটি হল ঢাকা রিজেন্সীর রুফটপ গার্ডেন রেষ্টুরেন্ট “গ্রিল অন দ্যা স্কাইলাইন” এ। সকাল থেকেই শুরু হবে বড়দিনকে বরন করে নেয়ার আয়োজন।

২৫শে ডিসেম্বর বড়দিনে ছোট্ট সোনামোনিদের জন্য ঢাকা রিজেন্সী আয়্জেন করেছে দিনব্যাপি অনুষ্ঠান।

ছোট্ট এই বিশেষ অতিথিদের জন্য গান, নাচ, ছড়া, জাদু, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা, আর গানের আসরের ব্যবস্থা রয়েছে। এছাড়াও শান্তা ক্লজ নানা উপহারসহ থাকবে শিশুদের সাথে।

 সব মিলিয়ে ঢাকা রিজেন্সী এক চমৎকার পরিবেশে সেজে উঠবে। ফোন নম্বর: ০১৭১৩৩৩২৫৯৯ ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।