ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আদিবাসীদের বাংলাদেশ মুন্ডা সম্মেলন

আবদুল আলীম মন্ডল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১
আদিবাসীদের বাংলাদেশ মুন্ডা সম্মেলন

 

নানা আয়োজেনের মধ্য দিয়ে বুধবার জয়পুরহাটে শুরু  হয়েছে ৪ দিন ব্যাপী আদিবাসীদের বাংলাদেশ মুন্ডা সম্মেলন।

আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়্।

মুন্ডা ভাষা, সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা বিকাশ ও মাদক মুক্ত প্রগতিশীল সমাজ গঠনের লক্ষ্যে ৪ দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন জয়পুরহাটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহফুজা মন্ডল রিনা।

জয়পুরহাটে জয়পুর রাজবাড়ী দেবপাল আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় আদিবাসী নওগাঁর সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ সরেন।

সম্মেলনে এসে অতিথিরা বলেন, বাংলাদেশ একটি জাতি সমৃদ্ধির দেশ এখানে অনেক জাতি বাস এক সাথে সম্প্রিতির মধ্যে বাস করে মুন্ডা সম্মেলন তার প্রকৃত উদাহরন।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।