ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যামিলি ওয়ার্ল্ডে শীত- ফ্যাশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
ফ্যামিলি ওয়ার্ল্ডে  শীত- ফ্যাশন

 

হালকা কিংবা হাঁড় কাপানো শীতে আপনি আপনার ছোট্ট মনি থেকে শুরু করে পরিবারের সকলের জন্য শীতের পোশাকটি বেছে নিতে পারেনফ্যামিলি ওয়ার্ল্ডে শীতের কালেকশনে থেকে।

লেডিস কালেকশন : পশমিনা শাল ৫৮০ থেকে ১৩০০ টাকা, কার্ডিগান ৬২০ থেকে ২১৮০টাকাসোয়েটার ৫৭০ থেকে ৯০০ টাকা, লেডিস নাইট ড্রেস ৪৫০ থেকে ১০৮৫ টাকা।

মেনস্ কালেকশন : লেদার জ্যাকেট, ফরমাল ব্লেজার ২ হাজার থেকে ৪ হাজার টাকা, শ্লীভ লেস সোয়েটার ৪২৫ থেকে ১৩৫০ টাকা, লং শ্লীভ সোয়েটার ৭২০ থেকে ২১৮০ টাকা, জিন্স জ্যাকেট ৬৯৫ থেকে ৭৯৫ টাকা, কটন জ্যাকেট ১৫০০ থেকে ২৩৫০ টাকা, লং শ্লীভ টি-শার্ট ১২০ থেকে ১২৮০ টাকা, মাফলার ১০০ থকে ৬০০ টাকা, হ্যাট, ক্যাপ, হ্যান্ড গ্লাভস্ ৫০ থেকে ৪৯০ টাকা  ট্র্যাক সুট ৬৯০ টাকা, নাইট ড্রেস ৫৫০ টাকা পর্যন্ত।

কিডস্ কালেকশন : জ্যাকেট ৭৫০ থেকে ২ হাজার টাকা, সোয়েটার ২৫০ থেকে ১২৫০ টাকা, ফুল টি-শার্ট ১৬০ থেকে ৮৫০টাকা, নাইট ড্রেস ২৬০ টাকা।

বেবি কালেকশন : ২পিস জ্যাকেট সেট ৫০০ থেকে ১৩৫০ টাকা৫পিস সেট ৫০০ থেকে ৭৫০ টাকা, হুডেড জ্যাকেট সেট ৩০০-১৩৫০ টাকা, বেবী ব্লাঙ্কেট ৫৮০-১৫০০ টাকা, ক্যাপ সেট ২৫০-৩৬০টাকা, ক্যাপ ৪০-২৬০ টাকা, প্রাম সুজ ১২০-৩৯৫টাকা, ক্যাপ টাওয়েল ২২০-৩৬০ টাকা, বেডিং সেট ২৮০-৬৫০ টাক।

হাউজ হোল্ড কালেকশন : বিভিন্ন সাইজের কম্বল ৩২৫০-৫৩০০ টাকা, নকশী কাঁথা ২৬৫০-৩৭৫০ টাকা। এছাড়াও এখানে পােছন নবজাতকের অত্যবশ্যকীয় সামগ্রী। লেডিস থ্রী-পিস, ফতুয়া, শাড়ী। মেনস্ জিন্স ও ফরমাল প্যান্ট, শার্ট, পাঞ্জাবী এবং খেলনা সামগ্রী। যোগাযোগের ঠিকানা : ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ার, ২/৬, মীরপুর রোড, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।