ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফাগুনের আগমনে

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২
ফাগুনের আগমনে

বাসন্তী রঙ শাড়ি পরে বকুলতলার মেলায় যাই...

বসন্তকে বরণ করতে প্রতিবছরের মতো এবারও বসন্ত উৎসব উদযাপন করা হচ্ছে। জাতীয় বসন্ত উৎসব কমিটির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় পহেলা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী ঐতিহ্যবাহী এ বসন্ত উৎসব পালন করা হবে।

এই আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করে এনেছেন কর্তৃপক্ষ। এটি বসন্ত উৎসবের ১৮ তম আয়োজন।

বসন্ত উৎসব সকাল ৭টায় শুরু হবে। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হবে ঋতুরাজ বসন্তকে।

শুধু রাজধানী নয় নাচ, গান, আবৃত্তি, বর্ণাঢ্য শোভাযাত্রা  আর ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় পুরো দেশ সাজবে বাসন্তী সাজে।

ছেলে বুড়ো সবাই ছুটবে সে মেলায়। দাদুর কাছে নাতনি বায়না ধরবে পুতুল কেনার। আর বাড়ি ফেরার সময় জিলাপি আর মুড়ি মুড়কি সঙ্গে সেই সাজ বাতাসা

গাছের ডালে কোকিল ডাকতে শুরু করেছে। ফুলে ফুলে রঙ্গিন হয়ে উঠেছে চারদিক। আমাদের প্রস্তুতিও শেষ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।