ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বৈশাখের সাজে সই’লো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
বৈশাখের সাজে সই’লো

 

বর্ষ বরণের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। শুধু পোশাকের পাশাপাশি ঘরের পর্দা আর বিছানায়ও যোগ করতে পারি বৈশাখী রঙ।

বৈশাখে গরমে ঘরে হালকা রঙয়ের চাদর ও পর্দা স্নিগ্ধ ও প্রশান্তির  অনুভূতি এনে দেয়। প্রচণ্ড গরমেও বৈশাখের আনন্দকে পরিপূর্ণ করতে সই’লো তাদের গ্রাহক সেবায় নিয়ে এসেছে সাদা রঙয়ের পর্দা, বিছানার চাদর ও কুশন কভার। সাদার ওপর এপ্লিক করা হয়েছে হলুদ, সবুজ, লাল নীলসহ বৈশাখের উজ্জ্বল রঙগুলোকে।

পণ্যগুলো পাওয়া যাবে সই’লোর প্রতিটি শো-রুমেই। যোগাযোগ: ২৩/১৫ তাজমহল রোড, ব্লক-সি, মোহাম্মদপুর, ফোন: ০১৭১১ ৪২৯ ২২০; রাইফেলস স্কয়ার, ধানমণ্ডি, ফোন: ০১৭১৫ ৯৫৩ ৯৮৮; বসুন্ধরা সিটি, লেভেল-৪, ফোন: ০১৬৭৬ ৬৫৭ ৭১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।