ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লাক্স ব্রাইডল শো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
লাক্স ব্রাইডল শো

বিয়ে নিয়ে সাধারনত আমাদের দেশীয় টিভি চ্যানেলে তেমন উল্লেখযোগ্য কোন অনুষ্ঠান হয়না। জনগণের চাহিদা এবং
প্রয়োজনের কথা বিবেচনা করে আরটিভি আয়োজন করেছে বিয়ের যাবতীয় খুটিনাটি বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ব্রাইডল শো’।

বর কনে দেখা থেকে শুরু করে বিয়ের আগের প্রিপারেশন, বিয়ের আংটি (এনগেজমেন্ট), বিয়ের কেনাকাটা,কোথায় কি কি পাওয়া যায়, হলুদ সন্ধ্যার আয়োজন, হলুদের কেনাকাটা, বিয়ের সাজ, পোষাক, গহনা, মেকআপ, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের ছবি ও ভিডিও ধারন, বিয়ের আমন্ত্রনপত্র তৈরি ও বিতরন, বিয়ের দেনমোহর, স্বাক্ষী, উকিল, রেজিষ্ট্রেশন, বিয়ের অনুষ্ঠান কোথায় কোথায় হতে পরে: যোগাযোগ ও খরচ, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো।  

এছাড়াও দেশীয় বিয়ের বিভিন্ন রীতিনীতি (একটি প্যাকেজ), তারকাদের বিয়ে (একটি প্যাকেজ), সনাতন বিয়ের রীতিনীতি (মুসলিম বিয়ে, হিন্দু বিয়ে ও অন্যান্ন বিয়ের নিয়মকানুন),বিশ্বের বিভিন্ন দেশের বিয়ের আয়োজন (একটি প্যাকেজ) কনেকে ঘরে নেওয়ার যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত তলে ধরা হয়।

শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ও শারমিন লাকির সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি সোমবার আরটিভিতে রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।