ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আমের মোরব্বা

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
আমের মোরব্বা

ছোটবেলায় মায়ের হাতে আমের মোরব্বা সবাই খেয়েছি। সেই স্বাদ আজও মুখে লেগে আছে।

কিন্তু ব্যস্ততার কারণে অনেকেরই মায়ের কাছে থাকা হয় না। মনে আছে মা কীভাবে তৈরি করতেন? মনে না থাকলে রেসিপি জেনে নিন। আর এবার নিজেই তৈরি করুন দারুণ মজার আমের মোরব্বা।

উপকরণঃ

কাঁচা আম ২০টি, চুন ভেজানো ১ চা চামচ, চিনি ২ কেজি, পানি ২ কাপ  দারচিনি এলাচ।

প্রণালীঃ

আমের খোসা ছাড়িয়ে ২ টুকরো করে পানিতে আধাঘণ্টা রেখে দিন। ভালোভাবে পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমের টুকরোগুলো কেঁচে নিন।

এবার আম পরিষ্কার পানিতে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার পরিষ্কার পানিতে চুন গুলে নিতে সে পানিতে আমের টুকরোগুলো অন্তত ৫ ঘণ্টা ডুবিয়ে রাখুন। আম পানি থেকে তুলে পানি নিংড়ে নিন।

একটি পাত্রে চুলায় পানি দিন, পানি ফুটে উঠলে আমগুলো দিয়ে ৫ মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে নিন। ২ কেজি চিনিতে ২ কাপ পানি দিয়ে ঘন সিরা তৈরি করুন। সিরায় দারচিনি, এলাচ এবং আমের টুকরোগুলো দিয়ে অল্প আঁচে ১ ঘণ্টা জ্বাল করে নিন। মাঝে মাঝে নেড়ে দিন যেন নিচে লেগে না যায়। জ্বাল দিয়ে সিরা ঘন হয়ে আমের মধ্যে মিশে গেলে নামিয়ে নিন।

ঠাণ্ডা করে মোরব্বাগুলোকে বোতলে ভরে রেখে দিন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।