ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নগরদোলা “সামার ত্রয়ী এলিগ্যান্ট”

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ২২, ২০১২
নগরদোলা “সামার ত্রয়ী এলিগ্যান্ট”

গ্রীষ্মের এই তপ্ত গরমে ক্রেতা সাধারণের জন্য নগরদোলা নিয়ে এলো হালকা রঙের সালোয়ার কামিজের দ্বিতীয় আয়োজন “ত্রয়ী এলিগ্যান্ট”।

গ্রীষ্মের প্রচ- রোদের অসহনীয় গরমে “ত্রয়ী” বেশ আরামদায়ক হবে।

চমৎকার প্যাস্টেল শেডের রংয়ের সমন্বয়ে তৈরি হয়েছে “ত্রয়ী এলিগ্যান্ট”।  

এতে ব্যবহার করা হয়েছে ফিরোজা, সবুজ, হলুদ, আকাশী ও গোলাপীসহ বিভিন্ন হালকা রঙের শেড।

কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে ভিন্নতা। তিনটি আকর্ষণীয় ডিজাইনে “ত্রয়ী এলিগ্যান্ট” এর সিøভলেস (সাথে থ্রিকোয়ার্টার সিøভ থাকছে) কামিজের সাথে থাকছে লেগিংস ও শর্ট ওড়না।  “ত্রয়ী এলিগ্যান্ট” এর এবারের চমক হিসেবে থাকছে প্রথম ৫০ জন ক্রেতার জন্য একটি আকর্ষণীয় “ত্রয়ী” কাধ ব্যাগ। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯০ টাকা মাত্র।  

“ত্রয়ী এলিগ্যান্ট” পাওয়া যাবে নগরদোলার সবক’টি শোরুমে।  

যোগাযোগ -  ০১৭১০১২৮৮৯৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।