ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লেজার ট্রিটে মুল্যছাড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
লেজার ট্রিটে মুল্যছাড়

লেজার চিকিৎসা সেবা গ্রহণকারীদের জন্য সুখবর। ঈদ উপলক্ষে পুরো লেজার ট্রিট দিচ্ছে সকল সেবার ওপর ১০শতাংশ মুল্যছাড়।

পুরো রমজান জুড়ে চলবে এই ছাড়। সুতরাং আপনার প্রয়োজনীয় লেজার ট্রিটমেন্ট গ্রহণের এটাই উপযুক্ত সময়। এছাড়াও এতদিন যারা ব্যয়বহুল ভেবে সর্বাধুনিক এই ট্রিটমেন্ট নিতে দ্বিধাবোধ করেছেন তারাও নির্ভাবনায় লেজার ট্রিটে আসুন এই রমজানে।

লেজার ট্রিট’এ যেসব লেজার ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে তা হলো- লেজার হেয়ার রিডাকশন (অবাঞ্চিত চুল অপসারন), স্কিন টোনিং(বলি রেখা দূরীকরন), পিগমেন্টেশন ডার্ক সার্কেল এরাউন্ড আই( চোখের পাশের কালো দাগ দূর), লেজার ব্রাইট গ্লো(রঙ ফর্সা করা), ব্রেস্ট লিফটিং, বডি শেইপিং, লাইপোলাইসিস(মেদ অপসারন)এবং অন্যান্য কসমেটিক সার্জারি।

লেজার ট্রিটমেন্টের এসব সেবা সম্পুর্ন ননসার্জিক্যাল এবং ব্যথামুক্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।