ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হারবাল সলিউশানস-এ বর্ষাকালীন ছাড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
হারবাল সলিউশানস-এ বর্ষাকালীন ছাড়

বর্ষা উপলক্ষে বিভিন্ন সৌন্দর্য সেবায় ১৫% বিশেষ ছাড় দিচ্ছে হারবাল সলিউশানস ডে স্পা অ্যান্ড বিউটি স্টুডিও।

ঢাকার বারিধারার পার্ক রোডে অবস্থিত এ বিউটি স্টুডিওতে রয়েছে চুল কাটা থেকে শুরু করে মেকআপ, বডি ম্যাসাজ, বডি স্ক্র্যাব প্রভৃতি সেবা।

এছাড়া ছাত্রীদের জন্য আকর্ষণীয় প্যাকেজে বিভিন্ন সেবা দিচ্ছে এ বিউটি স্টুডিও। এখানে রয়েছে পার্টি মেকআপ, মিনি ফেসিয়াল, হারবাল ওয়েল ম্যাসাজ, ম্যানিকিওর সান বার্ন থেরাপি, প্যাডিকিওর উইথ ফুট বাথসহ আরও অনেক সেবা। ফুট রিলাক্সেন ট্রিটমেন্টের ওপরও চলছে বিশেষ ছাড়।

প্যাডিকিওর ফুট স্ক্র্যাব, ফুট বাথের সমন্বয়ে সৃষ্টি ‘ইনডালজেন্ট প্যাডিকিওর’ সেবাও থাকছে এই অফারের আওতায়। যোগাযোগ : হারবাল সলিউশানস ডে স্পা অ্যান্ড বিউটি স্টুডিও, ২২-কে পার্ক রোড, বারিধারা, ঢাকা। ফোন: ০১৭৩৬-০৪০৪৬২, ৯৮৫৭০৫০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।