ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ওয়েট লুক রিবন্ডিং

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
ওয়েট লুক রিবন্ডিং

গ্রিন রোডে অবস্থিত রিমিক্স বিউটি পার্লার এ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রথমবারের মতো করানো হচ্ছে ওয়েট লুক রিবন্ডিং।

যে সব মেয়েদের মাথায় চুল কম ও ছোট তাদের জন্য ওয়েট লুক রিবন্ডিং খুব কার্যকরি।

রিবন্ডিং-এর মাধ্যেমে পাতলা চুল ঘন দেখায়।

বাংলাদেশে ওয়েট লুক বিরন্ডিং করানোর জন্য ইন্ডিয়া থেকে বিশেষ ভাবে প্রশিক্ষণ নিয়ে এসেছেন রিমিক্স বিউটি পার্লার-এর প্রোপাইটার বিউটিশিয়ান আফরিনা শিফন। তিনি নিজ হাতে এই রিবন্ডিং করাবেন।

এ রিবন্ডিং করাতে লাগবে জনপ্রতি মাত্র ৪ হাজার টাকা আর দুইজন এক সঙ্গে সাড়ে ৭ হাজার টাকা।

চুল কাটা ও চুলের হাইলাইট করা প্রতি স্টিক ২০০টাকা।

এছাড়াও রিমিক্স বিউটি পার্লারে রূপ সচেতন নারীদের জন্য মেকআপ, বৌ সাজ, মেহেদি দেওয়া ও পার্টি সাজসহ সব ধরনের সেবা দেওয়া হয় এবং নারীদের বেকারত্ব দূর করার লক্ষে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। ওয়েট লুক রিবন্ডিংসহ ৫টি রিবন্ডিং শিখুন মাত্র দেড় হাজার টাকায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।