ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সবার জন্য নতুন জুতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
সবার জন্য নতুন জুতা

আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। এরই মধ্যে পোশাক কেনা হয়ে গেছে প্রায় সবার।

এবার পোশাকের সঙ্গে নতুন জুতা কেনার পালা।

ছোট্ট সোনামনি তাসনিয়া বাবা মায়ের সঙ্গে জুতা কিনতে এসেছে, পছন্দের জুতা পেয়ে তার সে কী আনন্দ!

ঈদে সবাই চায় নতুন জামা-জুতা। রাজধানীর নাম করা জুতার শপ থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড়।   

ঈদে বাটা, গ্যালারি এপেক্স, বে-এম্পোরিয়াম, ইনফিনিটি, নাইকির মতো আরও কিছু ব্র্যান্ড নতুন জুতা এনেছে। ঈদের শপিং তালিকায় ছেলে-বুড়ো সবার জন্য জায়গা করে নিয়েছে নতুন জুতা।

ঈদের জন্য নতুন নকশার জুতা নিয়ে পসরা সাজিয়েছে দোকানিরা। ব্র্যান্ডের জুতাগুলোর দাম পড়ছে ২০০ থেকে ১০ হাজার টাকা। আর স্থানীয় ভাবে তৈরি জুতা পাবেন ১৫০ থেকে ২০০০ টাকার মধ্যে।

এদিকে, ফ্যাশন সচেতন তরুণ তরুনীরা দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসের জুতা বেশি পছন্দ করছেন। তারা যাচ্ছেন, আড়ং, মায়াসীর, যাত্রা, বিবিয়ানা, কাভা কাভা ও দেশালে। এসব হাউসে ৩০০ থেকে ১৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন রুচিশীল বাহারি ডিজাইনের দেশীয় জুতা।

ঈদে রাজধানীর বসুন্ধরা সিটি, পলওয়েল, গুলিস্তান, নিউমার্কেট, গাউছিয়া, এলিফ্যান্ড রোড, মৌচাকসহ সব বিপনী বিতানেই রয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ডের জুতার বিশাল সম্ভার।

জুতা কেনার সময় ফ্যাশন, ডিজাইনের সঙ্গে সঙ্গে আরামদায়ক এবং টেকসই কিনা দেখে নিন।

মডেল: তাসনিয়া
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।