ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের যাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
ঈদের যাত্রা

সাতটি রঙে, সাতটি স্তরে, সাঁই যে খেলা করছেন ঘরে- মানবদেহের সাত স্তরে রঙধনুর সাত রঙ,  দেহতত্ত্বের এমন ভাবনার ওপর ভর করে পুরো যাত্রা এবার সেজেছে ঈদ উৎসবে।

যাত্রার এবারের রেঞ্জ-দেহতত্ত্ব।

মানব দেহের সাতটি স্তর, আর সেই সাত স্তরের সাতটি রঙ ছড়িয়ে গেছে পোশাক থেকে শুরু করে গহনা, জুতা, ওড়না, ব্যাগ এবং ঘরবাড়ি সাজসজ্জার জিনিষপত্র সহ গোটা যাত্রা জুড়ে।

স্তর কিংবা চক্রের নামের সাথে মিল রেখেই ডিজাইনে সাতটি রঙের অনুপ্রবেশ; যেমনঃ মূলাধারা-লাল, স্বধিস্তানা- কমলা, মনিপুরা- হলুদ, আনাহাতা-সবুজ,  বিশুদ্ধা-নীল, আজনা-ধূম্রনীল, সহস্রারা-বেগুনি। যাত্রার ডিজাইনে কাপড়ের ক্ষেত্রে দেশি তাঁতের কাপড় এবং মিডিয়ার ক্ষেত্রে টাই-ডাই বিশেষ প্রাধান্য পেয়েছে।

যাত্রার এই আয়োজনের মূলপরিকল্পনা করেছেন আনুশেহ আনাদিল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।