ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকা ফ্যাশন ফটোগ্রাফি ফেস্টিভাল ২০১২

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
ঢাকা ফ্যাশন ফটোগ্রাফি ফেস্টিভাল ২০১২

বাংলাদেশের ফ্যাশনে গত ৪৫ বছরের ইতিহাসে ফ্যাশন ফটোগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই অবদানের স্বীকৃতি স্বরুপ ফ্যাশন ফটোগ্রাফি একটি সম্মান জনক পেশা হিসাবে আজ সুপ্রতিষ্ঠিত।

যার ফলে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাসট্রিজ একদল মেধাবী ও প্রতিভাবান ফ্যাশন ফটোগ্রাফার পেয়েছে। এই ফ্যাশন ফটোগ্রাফি যে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে অবদান রাখছে তার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইন ইনষ্টিটিউট আই.এন.আই.এফ.ডি. আয়োজন করেছে “ঢাকা ফ্যাশন ফটোগ্রাফি ফেস্টিভাল ২০১২”।

১০ অক্টোবর ২০১২ বুধবার বিকেলে আই.এন.আই.এফ.ডি.’র বনানী ক্যাম্পাসে প্রদর্শণীটি উদ্ভোধন করেন প্রিয় ব্যাক্তিত্ব ফেরদৌসী প্রিয়ভাষিণী। দেশের নাম করা ফটোগ্রাফার, মডেল, গণমাধ্যম কর্মী ও দর্শকরা এসময় উপস্থিত ছিলেন। ২০ অক্টোবর পর্যন্ত এটি চলবে, প্রতিদিন সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদশর্ণী।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেরদৌসি প্রিয়ভাষিণী বলেন, ‘‘নিজের প্রতি বিশ্বাস ও সৃজনশীলতাকে যুক্ত করে ফ্যাশন ডিজাইন করতে হবে। দেশিয় ঐতিহ্যকে ধারণ করে ডিজাইন করতে হবে। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যাতে ফ্যাশনের আবেদন ও সময়কাল দীর্ঘ হয়। ’’

ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ বলেন, ‘‘এখনো ফ্যাশন ফটোগ্রাফি অবহেলিত। এ সেক্টরকে বিকশিত করতে পৃষ্ঠপোষকতা নেই। ’’

ফ্যাশন ফটোগ্রাফি না এগুলে ফ্যাশন ইন্ড্রাস্ট্রিও এগোবে না উল্লেখ করে বিশিষ্ট ফ্যাশন আলোকচিত্রী ডেভিড বারিকদার বলেন, ‘‘গত ত্রিশ বছরে ফ্যাশন ফটোগ্রাফি একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে। আমরা কেবল শৈশব পার করেছি। ফ্যাশন ফটোগ্রাফির ব্র্যান্ডিং কম হচ্ছে। ’’

ফ্যাশন হাউজ রঙের সত্ত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘‘ফ্যাশন শিল্প একটি টিম ওয়ার্ক। এখানে ডিজাইনার, ফটোগ্রাফার, কোরিওগ্রাফারসহ অনেকের কনট্রিবিউশন রয়েছে। তাই সকলের স্বীকৃতি থাকাটা জরুরি। ’’

আইএনআইএফডি’র সিইও সফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফ্যাশন হাউজ নিপুণের সত্ত্বাধিকারী আশরাফুর রহমান ফারুক, সাদাকালোর সত্ত্বাধিকারী তাহসিনা শাহীন, ফ্যাশন ম্যাগাজিন ক্যানভাসের নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান, আলোকচিত্রী তুহিন হাসান, আরমান হোসেন বাপ্পী প্রমুখ।

প্রদর্শণীতে স্থান পেয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণির ১৪ জন ফটোগ্রাফারের সেরা কাজগুলো। এরা হলেন, চঞ্চল মাহমুদ, ইকবাল আহমেদ, ডেভিড বারিকদার, তুহিন হোসেন, আবু নাসের, আশিষ সেনগুপ্ত, বিশ্বজিৎ সরকার, সাফাওয়াত খান সাফু, আরমান হোসেন বাপ্পি, ফারুক হেলাল, ফয়সাল মাসুম, হাদি উদ্দিন রাসেল, তাহের মানিক ও রফিকুল ইসলাম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।