ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

উৎসবের আয়োজনে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, নভেম্বর ১৯, ২০১২
উৎসবের আয়োজনে

 বিয়ের মৌসুম শুরু হয়েছে। এখনই অনেক কমিউনিটি সেন্টারে গিয়ে অনুষ্ঠানের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না।

একটি অনুষ্ঠান সফল করতে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এতো পরিশ্রম যদি বাড়ির লোক করে তবে আনন্দ করবে কখন? অনুষ্ঠান আয়োজনের পুরো দায়িত্ব নিখুঁতভাবে করতে কাজ করে যাচ্ছে ফারজানাস ব্লিস্ ইন্টেরিয়র ও ইভেন্ট ম্যানেজমেন্ট হাউস 

ফারজানাস ব্লিস্ ইন্টেরিয়র ও ইভেন্ট ম্যানেজমেন্ট হাউস দিচ্ছে বিয়ে ও গায়ে হলুদের নানা রকম নান্দনিক আয়োজন। বিয়ে ও গায়ে হলুদের স্টেজ, গেট সাজানো, ডালা-কুলা ডেকোরেশন, ফল ও ফুলের ঝুড়ি তৈরি, জন্মদিনের অনুষ্ঠান, হলুদের গয়নাসহ, নানা অনুষ্ঠানে থিম বেইজ আয়োজনে সৌন্দর্য ফুটিয়ে তোলে এই ম্যানেজমেন্ট হাউস।  

এছাড়া বিয়ে ও হলুদের পোশাক ডিজাইন, ফ্লোরাল অর্নামেন্ট, ইনভেটেশন কার্ড, করপোরেট মিটিং, কনফারেন্স ডেকোরেশন, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির আয়োজন করে থাকে এ প্রতিষ্ঠানটি। সীমিত বাজেটের মধ্যে বেডরুম, লিভিংরুম, কিচেন ছাড়াও অফিস, রেষ্টুরেন্ট, বিউটি পার্লার, রিটেল আউটলেট ইন্টেরিয়র ডিজাইনে নান্দনিকতা ও নতুনের ছোঁয়া এনে দেয় ফারজানাস ব্লিস অন্দরসাজ প্রতিষ্ঠানটি । মোবাইল: ০১৯১১-৬৬১৩০৭,

website:www.farzanasbliss.com

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।