ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মিউজিক এন্ড ফ্যাশন শো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
মিউজিক এন্ড ফ্যাশন শো

বাংলাদেশে ফ্যাশন জগতে প্রতিভা আর আকর্র্ষনীয় ব্যক্তিত্ব দিয়ে নিজেদের জায়গা করে নিতে জমকালো ফ্যাশন শোর মাধ্যমে প্রথমবারের মতো দর্শকদের সামনে আসছে এক ঝাঁক নতুন মডেল। শুধু ফ্যাশন শোই নয় সেই সঙ্গে বাংলাদেশের প্রখ্যাত রক সিংগার মিলা, রোজার এবং ডি.জে, হিমুর  সমন্বয়ে একটি জমকালো মিউজিকাল শো ও আয়োজন করেছে অপরুপা এডভারটাইজিং এন্ড ফ্যাশন হাউজ।

 

আগামী ২৯ নভেম্বর ২০১২, সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর রোডে আবস্থিত ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। আয়োজক কুইন জানান, দেশের ফ্যাশন সচেতন তারুণ্যকে প্রাধান্য দিয়েই আমাদের প্রতিটি প্রয়াস। তিনি দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন ডিনারনহ একটি সুন্দর সন্ধ্যা উপভোগের।  

আগ্রহীরা অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পারেন, ম্যাজিক ক্যাফে, বসুন্ধরা সিটি, লেভেল-, ফোন: ০১৭৪৪৫৮৭৬০০     

গোল্ডেন ফুড, নিউ বেইলি রোড, ফোন: ০১৬৭১৮০৫৮০৫

সুপার কাট, ধানমন্ডি

শঙ্কর প্লাজা সীমান্ত স্কয়ার, ফোন: ০১৭৫৯৮৩৭৫৫৫

হোটেল নবাব প্লাজা, নবাবপুর রোড ফোন: ০১৭৫২৪৯০৩৬০

 কড়াই গোসত ধানমন্ডি  ফোন: ০১৮১৯১৫৬৭৬৪

 এবং ম্যারিয়ট, ফোন: ০১৭৫২৪৯০৩৬০

এই অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার জনপ্রিয় সাংবাদ মাধ্যম বাংলানিউজ, প্রিন্টিং মিডিয়া পার্টনার যুগান্তর, টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল ২৪। পোশাক স্পন্সর আনকো ক্রিয়েশন ও ডার্ক সিক্সটি নাইন ফ্যাশন বউটি স্পন্সর ওমেন্স ওয়ার্ল্ড।     

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।