ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আন্তর্জাতিক অঙ্গনে ওয়েডিং ডায়েরি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১২
আন্তর্জাতিক অঙ্গনে ওয়েডিং ডায়েরি

বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফিকে পেশাগত/প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নিত করার জন্য ওয়েডিং ডায়েরি’র ভূমিকা উল্লেখযোগ্য।

দেশের সীমানা ছাড়িয়ে ওয়েডিং ডায়েরি এবার আত্নপ্রকাশ করেছে আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিষ্ঠান হিসেবে।

প্রতিষ্ঠানটির চিফ ফটোগ্রাফার এবং দেশের শীর্ষ ওয়েডিং ফটোগ্রাফার প্রীত রেজা গত ৫-১০ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক’এ কাভার করলেন একটি ওয়েডিং প্রোগ্রাম।

 ব্রিটিশ বর এবং থাই কনে’র এই প্রোগ্রামটি আন্তর্জাতিক ফটোগ্রাফার হিসেবে ওয়েডিং ডায়েরি’র যাত্রাকে স্মরনীয় করে রাখবে। ব্যাংককের মান্ডারিয়ান ওরিয়েন্টালে প্রথমে অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের এতিহ্যবাহী বিয়ে, পরবর্তীতে শুইসটেল নাই লার্ট পার্কে আয়োজন করা হয় ব্রিটিশ কায়দার বিয়ে পরবর্তী বৌভাত।

এরই ধারাবাহিকতায় জানুয়ারির মাঝামাঝিতে রয়েছে দিল্লি এবং মার্চ, এপ্রিলে রয়েছে সিঙ্গাপুর ও কুয়ালালামপুর সফর। উল্লেখ্য যে, ফটোগ্রাফার প্রীত রেজা এবছর ‘দ্যা ডেইলি নিউ এজ’ এর ‘ইয়াং আইকন ২০১২’ মনোনিত হয়েছেন। এছাড়া এবারের বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার ২০১২ পুরস্কারও প্রীত রেজার।

ফটোগ্রাফার প্রীত রেজা ২০১০ সালে আয়োজন করেন বাংলাদেশের প্রথম ‘ওয়েডিং ফটোগ্রাফি এক্সিবিশন’।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।