ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সব প্রস্তুতি শেষ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
সব প্রস্তুতি শেষ

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এদিনের অপেক্ষায় তাদের সারাটি বছর কাটে।

অপেক্ষার পালা শেষ এরই মধ্যে সবাই প্রস্তুতিও নিয়েছেন দিনটিকে মনের মতো করে পালন করার।

সবার আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও বড়দিন উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, র‌্যাডিসন ওয়াটার গার্ডেন, রুপসী বাংলা হোটেলসহ নামী-দামী সব হোটেল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বড়দিনে এসব হোটেলে শিশুদের জন্য রয়েছে ক্রিসমাস কিডস পার্টিসহ খেলার নানা আয়োজন। রয়েছে শিশুদের বড়দিনের মূল আকর্ষণ ‘সান্তাক্লজ’। শিশুদের জন্য সান্তাক্লজের কাছে রয়েছে মাজাদার চকলেটসহ নানা উপহার আর চমক।

রুপসী বাংলার বলরুমে শিশুদের জন্য রয়েছে বিশেষ পার্টির ব্যবস্থা। পার্টির বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে পুতুল নাচ, জাম্পিং হাউস, বড়দিনের গান, টম অ্যান্ড জেরি কার্টুন প্রদর্শনী। রয়েছে নানা ধরনের উৎসব ও বিশেষ খাবার।

বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি আর রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। রুপসী বাংলার মতো সেখানেও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন খেলার প্রতিযোগিতা, ফ্যাশন শো, জাদু প্রদর্শনী। এছাড়াও উৎসব উপলক্ষে বিশেষ কেক ও কুকিজের ব্যবস্থা করেছে হোটেল কর্তৃপক্ষ।

3201212

বড়দিন উপলক্ষে আকর্ষণীয় সাজে সেজেছে দ্য ওয়েস্টিন ঢাকা হোটেল। শিশুদের জন্য তারা বিশেষ কিডস পার্টির আয়োজন করেছে। মঙ্গলবার বড়দিনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হোটেলটি শিশুদের পার্টির জন্য বরাদ্দ করেছে। এখানে থাকবে নানা ধরনের প্রতিযোগিতা, খেলার ব্যবস্থা, ছোটদের ফ্যাশন শো, ছবি তোলা ও বিশেষ খাবার। আর সান্তাক্লজের কাছ থেকে পুরস্কার পাওয়ার সুযোগ।

র‌্যাডিসন ওয়াটার গার্ডেনের লবিতে স্থাপিত হয়েছে বিশাল ক্রিসমাস ট্রি। হোটেলের রেস্তোরাগুলোয় স্পেশাল পুডিং, কেকসহ নানা মুখরোচক খাবারের আয়োজন তো রয়েছেই। সঙ্গে থাকবেন সান্তাক্লজ।

সবার জন্য বড়দিনের শুভেচ্ছা।

সৌজন্যে: ওয়েস্টিন
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।