ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কুমড়ো বড়ির রেসিপি

আফরোজ সালমা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৩
কুমড়ো বড়ির রেসিপি

আমাদের অনেকেরই কুমড়ো বড়ির তরকারি খুব পছন্দের খাবার। আবার অনেকেই জানেন না মজার এই খাবারটি আসলে কীভাবে কি দিয়ে রান্না করতে হয়।

আজ তাই আপনাদের জন্য আমাদের এতিহ্যবাহী কুমড়ো বড়ি রান্নার রেসিপি:

পালং সাথে কুমড়ো বড়ি

উপকরণ : পালং শাক ২৫০ গ্রাম, কুমড়ো বড়ি ১০/১২টা, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ১০/১২টা, হলুদ গুঁড়া ১চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, পানি প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, তেল ২ টেবিল চামচ।

প্রণালী : প্রথমে ফ্রাইপ্যানে তেল দিয়ে কুমড়ো বড়ি হালকা ভেজে তুলে রাখুন। তারপর পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি দিয়ে একটু নেড়ে গুঁড়া মশলা ও লবণ দিন। এবার শাক, কুমড়ো বড়ি আর পানি দিয়ে ঢেকে দিন। মনে রাখবেন কুমড়ো বড়িতে পানি একটু বেশি দিতে হয়। শাক সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।  

বাঁধাকপিতে কুমড়ো বড়ি

উপকরণ : বাঁধাকপি এক বাটি, কুমড়ো বড়ি ৮/১০টা, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, রসুন কুঁচি আধা টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৯/১০টা, হলুদ গুঁড়া ১চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, পানি প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, তেল ২ টেবিল চামচ।

প্রণালী : প্রথমে ফ্রাইপ্যানে তেল দিয়ে কুমড়ো বড়ি হালকা ভেজে বাটিতে তুলে রাখুন। তারপর পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে মশলা দিন। এবার কপি, কুমড়ো বড়ি, পানি দিয়ে ঢেকে রান্না করুন।

সজনে আর কুমড়ো বড়ি

উপকরণ : সজনে ডাটা ৫/৬টা, কুমড়ো বড়ি ৭/৮টা, মিষ্টি কুমড়া ১ কাপ, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৬/৭টা, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, পানি প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, তেল ২ টেবিল চামচ।

প্রণালী : প্রথমে ফ্রাইপ্যানে তেল দিয়ে কুমড়ো বড়ি হালকা ভেজে তুলে রাখুন। তারপর পেঁয়াজ, রসুন দিয়ে একটু নেড়ে মশলা দিন। এবার সজনে ডাটা, কুমড়ো বড়ি, মিষ্টি কুমড়া আর পানি দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে ঢেকে রাখুন। পানি দিয়ে ঝোলঝোল করে রান্না করুন।

বন্ধুরা, আমাদের পাঠক বন্ধু আফরোজ সালমার রেসিপি দেওয়া হলো আপনাদের জন্য। আপনারাও জানাতে পারেন কি কি রেসিপি দেখতে চান। আপনার তৈরি রেসিপিও ছবিসহ পাঠাতে পারেন... [email protected] এই মেইলে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।