ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অসম্ভব অফার!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
অসম্ভব অফার!

নগরদোলা নগরকে দোলা দিতে নিয়ে এলো একটি “অসম্ভব অফার”। এই “অসম্ভব অফার” সবাইকে নগরদোলার নজরকাড়া পোশাকগুলো কেনার দূর্লভ সুযোগ করে দিচ্ছে।

অত্যন্ত আকর্ষণীয় এই অফার এর আয়োজনে একজন ক্রেতা মাত্র  ৩০০০ টাকা মূল্যের পোশাক কিনলেই উপহার হিসেবে নিতে পারবেন আরও ১৫০০ টাকা মূল্যের পছন্দের পোশাক।

আপনি ১৫০০ টাকা মূল্যের পোশাক একদম বিনামূল্যে পেয়ে যাবেন। নগরদোলার সমস্ত পোশাকই রয়েছে এই “অসম্ভব অফার” এর আওতায়। এই “অসম্ভব অফার” চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত। শুধুমাত্র সাতদিনের জন্য। নগরদোলার পোশাক সব ক্রেতাদের মাঝে ছড়িয়ে দেওয়াই এই অফারের লক্ষ্য। শুধুমাত্র নগরদোলার ধানমন্ডি ও বনানী শোরুমে এই অফার চলবে।

তো এখন থেকেই প্রস্তুতি নিন আর শেষ হয়ে যাবার আগে বেছে নিন আপনার প্রিয় পোশাকগুলো। ধানমন্ডি : ৯১২৬৪৫১ ও বনানী : ৯৮৭২০৩৬।

নগরদোলার বিশাল পোশাক সম্ভার থেকে ঘরে বসেই পছন্দ করুন ফেসবুকে: https://www.facebook.com/NOGORDOLA1

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।