ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চিলড্রেন’স উইক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৩
চিলড্রেন’স উইক

শিশু কিশোরদের বই পড়া আরও আনন্দময় করার জন্য পিবিএস বাংলাদেশের একমাত্র এবং সর্ববৃহৎ বুক সুপার ষ্টোর সবার কাছে প্রিয়।

প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান এবং বই মেলা আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় ৩০ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পিবিএস এ অনুষ্ঠিত হতে যাচ্ছে চিলড্রেন’স উইক। এই আয়োজনের মাধ্যমে শিশু কিশোরদের বই পড়ার আগ্রহ ‍আরও বাড়বে।

আটদিন ব্যাপী এই অনুষ্ঠান শুরুর দিন ৩০ আগস্ট থাকবে সারাদিন ব্যাপী সিসিমপুরের পাপেট শো, ম্যাজিক শো,গেম শো, ফ্রি থ্রিডি শো ,ভুত শো, খাওয়া দাওয়া সহ আরও অনেক আকর্ষণ।

বিশেষ এই সপ্তাহে পিবিএস থেকে পাওয়া যাবে বইয়ের ওপর বিশেষ ছাড় এবং বিভিন্ন উপহার।

এছাড়াও প্রতিদিনই থাকছে বিভিন্ন লেখক লেখিকা ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।

পিবিএস আশা করে, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু কিশোররা বই পড়াকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে।

চিলড্রেন’স উইকে পিবিএস প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ফোন: ০১৭১০২১৮১৫১, ০২-৯৩৪৫১৮৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।