ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

প্রথম দেখায় পুরুষের প্রস্তুতি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
প্রথম দেখায় পুরুষের প্রস্তুতি

শামীমের পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চৈতিকে সবাই মিলে পছন্দ করেছে শামীমের জন্য।

এরপর চৈতির সঙ্গে বেশ কিছু দিন ফোনে আলাপ হচ্ছে তার। কথায় চিন্তায় বেশ মিলে যায় তাদের। দেখা করার সিদ্ধান্ত হয়। প্রথম দেখা হবে এটা নিয়ে দুজনেই বেশ উৎফুল্ল এবং কিছুটা নাভার্সও। চৈতি বিশেষ দিনটির জন্য একটি নতুন শাড়ি বেছে নেয়, সঙ্গে ছোট গয়না। ম্যাচিং লিপিস্টিক, চোখে কাজল, ব্যাগ আর জুতার বিষয়েও সচেতন সে। প্রথম দেখা তাই সাজটাও সারে খুব পরিপাটি করে, যত্ন নিয়ে।  

অন্যদিকে শামীম ভাবছে, সে কি নরমাল টি-শার্ট আর পুরোনো জিন্স পরেই যাবে? এটা তো ভালো দেখাবে না। কারণ প্রথম দেখায় চৈতিকে গুরুত্ব দিতেই তার পরিপাটি হয়ে যাওয়া উচিৎ। taha and shanju

আমরা বেশির ভাগ সময়ই নারীদের সাজ পোশাক নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। কিন্তু পুরুষদেরও যে এই সমস্যা হতে পারে, এটা ভাবি না। প্রথম দেখা করতে যাওয়ার সময় কীভাবে, কেমন পোশাকে যাবে, শামীম সিদ্ধান্ত নিতে পারছে না। কোনো চিন্তা নেই। জেনে নিন প্রথম দেখায় কীভাবে যাবেন, কারণ এই দিনের গল্প হয়তো আপনারা একদিন সন্তান বা নাতি নাতনির কাছে বলবেন। আর তাই জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এটি কিন্তু অন্যতম।  

এরই মধ্যে আপনি নিশ্চয় বেশ কিছু পোশাক নিয়ে চিন্তা করে ফেলেছেন যে কোনটি পরবেন? নিজেকে স্মার্ট প্রেজেন্টেবল করতে কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ আজকাল নারীরাও অনেক সচেতন, আপনার রুচি, ব্যক্তিত্বের প্রকাশের জন্য সাজ পোশাক বড় ভূমিকা রাখে।

 নিজের বিষয়ে আপনি কতোটা সচেতন তা টেবিলের অপর প্রান্তে বসে থাকা তরুণীটি বুঝে যাবে মাত্র এক পলকেই।  

জুতা, জুতা! এটা একটা সামান্য জিনিস, পায়ে থাকে, জুতা নিয়ে সচেতন হতে হবে কেন, এটা ভাবছেন? মনে রাখুন মেয়েরা প্রথম নোটিশ করে ছেলেদের জুতার দিকেই।

আপনি অবশ্যই কালি ঠিক আছে এমন জুতা পরবেন এবং পোশাকের সঙ্গে মানিয়ে। যেমন আপনি যদি ফরমাল শার্ট পরেন তবে ফরমাল জুতা পরুন। পাঞ্জাবি পরলে নাগরা বা কলাপুরি। আর জিন্স-টিশার্টের সঙ্গে স্যান্ডেল বা স্নিকার।

আপনার পোশাক নির্বাচনের সময় আবহাওয়ার দিকটিও মাথায় রাখুন। যদি গরমের সময় হয় তবে স্যুট টাই পরবেন না।  

পারফিউম ব্যবহারেও যত্নবান হতে হবে। ভালো কোনো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করুন। তবে পরিমিত মাত্রায়।  

প্রথম দেখায় প্রতিটি পদক্ষেপই নিতে হবে সচেতন ভাবে। আপনি কীভাবে হাঁটছেন, বসছেন বা খাচ্ছেন এসব ছোট ছোট বিষয়েও লক্ষ রাখুন।

কথা বলার সময় যেন আপনি যে আত্মবিশ্বাসী এটা বোঝা যায়। তবে আপনিই সব জানেন, এটা বোঝানোর প্রয়োজন নেই।

দুজন কথা বলুন, নিজেদের ভালোলাগা বন্ধু-পরিবার কাজের ক্ষেত্র বিভিন্ন বিষয়ে। যেন আপনার সঙ্গে সময় কাটাতে মেয়েটি অস্বস্তি বোধ না করে।  

একজন নতুন মানুষের সঙ্গে নতুন সম্পর্কে যাওয়ার আগে কিছুটা সময় নিন। আর অপর জনকেও আপনার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন।

 https://www.facebook.com/bnlifestyle

মডেল : ত্বাহা ও সানজু
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।