ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পরিবেশ-বান্ধব হাতিল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
পরিবেশ-বান্ধব হাতিল

পরিবেশ-বান্ধব ব্যবসার স্বীকৃতি স্বরুপ এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০১৩ অর্জন করল হাতিল কমপ্লেক্স লিমিটেড।

হাতিলের সঙ্গে আরও তিনটি প্রতিষ্ঠান ও একজন গণমাধ্যম ব্যক্তিকে এ সন্মানে ভূষিত করা হয়।



সম্প্রতি হোটেল রূপসী বাংলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

এসময় তিনি বলেন, ‘পরিবেশ-বান্ধব ব্যবসা পরিচালনার জন্য সকলকে আমি অভিনন্দন জানাই। আশা করছি তাদের এ উদ্যোগ জলবায়ু বিপর্যয় রোধে অবদান রাখবে। ’ এইচএসবিসি ও ডেইলিস্টার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী র্কমর্কতা অ্যান্ড্রু টিলকে এবং ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।