ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

স্টাইল সেল ফ্যাশন ফেয়ার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
স্টাইল সেল ফ্যাশন ফেয়ার

বাঙালির প্রানের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে অভিজাত ফ্যাশন হাউজ “স্টাইল সেল” নিয়ে এসেছে বিশেষ কালেকশন।

এই বৈশাখী আয়োজনের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া, লেহেঙ্গা, ব্যাগ, ফুটওয়্যার ও জুয়েলারি।



গরমের কথা মাথায় রেখে সিল্ক, সাটিন,কটন আর লিনেন কাপড় দিয়ে পোশাকগুলো তৈরি ।

পোশাকে মূলত আমেদের ট্রেডিশনাল লুকের সাথে মডার্ন ফ্যাশনের মিশেল দেয়া হয়েছে। রং আর বিষয় বৈচিত্র্যে অনন্য এসব পোশাকে অ্যামব্রয়ডারি আর স্টোনের কাজও থাকছে যা টিনএজার থেকে চল্লিশোর্ধ সব বয়সীদের জন্য মানানসই।

এছাড়াও “স্টাইল সেল” আয়োজন করছে “স্টাইল সেল পহেলা বৈশাখ ফ্যাশন ফেয়ার ২০১৪”।

১ এপ্রিল থেকে এই ফ্যাশন ফেয়ার যা সকলের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ৫০ ধরনের পিঠার আয়োজন। মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

ঠিকানা- স্টাইল সেল-এলিট ক্লাব অব ফ্যাশন লাভার্স, সাউথ এভিনিউ, হাউস নং ২, রোড নং ৯, গুলশান ১, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।